পুনরায় রিলায়েন্স জিও (Reliance Jio) ফিরিয়ে নিয়ে এল তাদের 98 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan)। গতবছর মে মাসে এই রিচার্জ প্ল্যানকে বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন কিছু সুবিধা নিয়ে এই প্ল্যানকে পুনরায় ইন্ট্রোডিউস করল রিলায়েন্স জিও। দেখে নেওয়া যাক এই প্ল্যান টির মধ্যে কোন কোন সুবিধা পাবেন।
রিলায়েন্স জিওর 98 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে কি কি বেনিফিট পাওয়া যাবে?
রিলায়েন্স জিওর এই প্রিপেইড রিচার্জ প্ল্যানকে বলা হচ্ছে সবথেকে কম টাকার রিচার্জ প্ল্যান। এই প্রিপেড প্ল্যানটি দেশের সমস্ত সার্কেলেই উপলব্ধ রয়েছে রিলায়েন্স জিওর তরফ থেকে। দেখে নেওয়া যাক এই প্ল্যান টির মধ্যে কোন কোন সুবিধা পাবেন।
এর মধ্যে আপনি পেয়ে যাবেন প্রত্যেকদিন 1.5GB করে ডেটা। অর্থাৎ মোট 21GB ডেটা ব্যবহারের সুবিধা থাকছে। প্রত্যেক দিনে 1.5 জিবি কোটা শেষ হয়ে যাবার পর আপনি 64 Kbps এ আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন। আনলিমিটেড ভয়েস কলের সুবিধা তো থাকছেই এর সাথে।
জেনে নিন : WhatsApp নিয়ে এল বহু প্রতীক্ষিত Playback Speed Toggle ফিচার, বাঁচবে অনেক সময়
এর সাথে জিও অ্যাপ্লিকেশন (My Jio Applications) গুলোর সাবস্ক্রিপশন তো থাকছেই। তার মধ্যে আপনি যেমন জিওটিভি (Jio TV) উপভোগ করতে পারবেন। উপভোগ করতে পারবেন জিওসিনেমা (Jio Cinema), জিও নিউজ(Jio News), জিও সিকিউরিটি (Jio Security), জিও ক্লাউড (Jio Cloud) এর মত রিলায়েন্স জিওর জনপ্রিয় এপ্লিকেশন গুলো।
জিওর 98 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি কিন্তু মাত্র 14 দিন। তাই আপনার যদি ছোট প্রিপেইড রিচার্জ প্যাকের প্রয়োজন হয়। আর আপনি যদি রিলায়েন্স জিওর প্রিপেড কাস্টমার হন। তাহলে নিশ্চিত ভাবেই এই প্ল্যানটি আপনার জন্য দারুণ হবে।
এই প্ল্যানটি রিচার্জ করতে মাইজিও অ্যাপ্লিকেশন(MyJio Application) ভিজিট করতে পারেন। অথবা আপনি যদি ইউপিআই(UPI) বা গুগল পে(GPay) ব্যবহার করেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করে আপনি গুগল পে এর সাহায্যে রিচার্জ করে নিতে পারবেন আপনার মোবাইল থেকেই। নিঃসন্দেহে এত অল্প টাকায় এই প্ল্যান অনেক ইউজার দের ক্ষেত্রে কাজে লাগবে।