কিভাবে Google Pay ব্যবহার করে মোবাইল নাম্বার Recharge করবেন? গুগল পে রিচার্জ পদ্ধতি

recharge-your-mobile-number-with-these-simple-steps-using-gpay

গুগল পে (Google Pay) যার বর্তমান নাম জি পে (GPay)এখন অতি জনপ্রিয় এক পেমেন্ট প্লাটফর্ম। গুগলের তৈরি এই প্লাটফর্মে সারাদেশের বহু ইউজার বিশ্বাস করেন এবং ব্যবহার করেন। আজকের এয়ারটিকেল আপনাকে জানাবো কিভাবে এই পেমেন্ট প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন। 

শুধুমাত্র মোবাইল রিচার্জ নয় গুগল পে (Google Pay) এর সাহায্যে নানান ধরণের বিল পেমেন্ট থেকে শুরু করে নানান ধরণের সার্ভিস রিচার্জ আমরা করতে পারি। আজকের আর্টিকেলে আপনাকে দেখাবো কিভাবে আপনি এই গুগল পে/জি পে ব্যবহার করে মোবাইল নাম্বার রিচার্জ (Recharge your mobile number using Google Pay/GPay) করতে পারবেন।

কিভাবে গুগল পে/জি পে ব্যবহার করে মোবাইল নাম্বার রিচার্জ করবেন?

জি পে ব্যবহার করে মোবাইল নাম্বার রিচার্জ করার জন্য আপনি যদি জি পে কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনার গুগল পে/জি পে অ্যাপ্লিকেশন টিকে ওপেন করে নিন। আর আপনি যদি এখনও পর্যন্ত গুগোল পে/জি পে না ইন্সটল করে থাকেন। বা গুগোল পে কাস্টমার আপনি যদি এখনো না হয়ে থাকেন। তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনি জি পে ইন্সটল করে নিন। 

তারপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। আপনার একাউন্ট ক্রিয়েশন হয়ে গেলে জি পে(GPay) অ্যাপ্লিকেশন টিকে ওপেন Open করে নিন। 

ওপেন করলেই দেখবেন একদম নিচের দিকে New Payment (নিউ পেমেন্ট) বলে একটি ট্যাব রয়েছে। এই নিউ পেমেন্ট ট্যাবটিতে ট্যাপ করুন। তারপরে উপরের দিকে আপনি পেয়ে যাবেন Mobile Recharge (মোবাইল রিচার্জ) অপশনটি। এই মোবাইল রিচার্জ অপশনটিতে ক্লিক করুন।

পরের পেজে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলা হবে। সেখানে আপনার টেন ডিজিটের মোবাইল নাম্বারটা দিয়ে দিন।আপনার মোবাইল নাম্বার দিলেই অটোমেটিক আপনার টেলিকম অপারেটর এর নাম সেখানে দেখিয়ে দেওয়া হবে।

তার পরের পেজে আপনাকে প্ল্যান বেছে নিতে অনুরোধ করা হবে। আপনার পছন্দমত বা আপনার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে আপনি প্ল্যান দেখে নিতে পারবেন। এবং দেখে নিয়ে আপনার পছন্দমত প্ল্যান সিলেক্ট করে নিন। 

পরের পেজে একদম নিচের দিকে আপনার সিলেক্ট করা প্ল্যানের অ্যামাউন্টটা লেখা থাকবে। সেই জায়গাটিতে ট্যাপ করুন। 

তার পরের পেজে আপনার গুগল পে এর পিন (GPay PIN) দিতে বলা হবে। আপনি GPay PIN দিয়ে দিন। এবং তারপর ওকে অপশনটিতে বা টিক আইকনটিতে ক্লিক করে দিন।

জেনে নিন : অনলাইনে শপিং করলে এই বিষয় গুলি অবশ্যই খেয়াল রাখুন ঠকে যাওয়া থেকে বাঁচুন

তাহলেই আপনার মোবাইল নাম্বারে রিচার্জ হয়ে যাবে। এই ভাবে যে কোনো কারোর মোবাইল নাম্বার রিচার্জ করতে পারবেন। এই গুগোল পে অ্যাপ্লিকেশন কে ব্যবহার করে। নিঃসন্দেহে এটা দারুণ সুবিধাজনক ব্যাপার।

কেন গুগল পে আপনি ব্যবহার করবেন?

নাম শুনেই বোঝা যাচ্ছে গুগল পে (Google Pay) যার বর্তমান নাম জি পে (GPay) এটি গুগলের একটি প্রোডাক্ট। সারা বিশ্ব জুড়েই গুগলের নাম রয়েছে। এবং গুগোল পে অত্যাধিক রকমের সিকিওরও। 

জি পে-র ইন্টারফেসও খুবই সহজ সরল। যেকোনো কেউ এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই এর সুবিধা উপভোগ করতে পারেন। সেই জন্য জি পে অনেকের কাছেই জনপ্রিয়। 

মাঝে মাঝেই এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে নানান ট্রানজেকশন করলে বিভিন্ন ধরনের গিফট ভাউচার দেওয়া হয়। অনেক ক্যাশব্যাকও দেওয়া হয় গুগলের তরফ থেকে। যার জন্য অনেক ইউজার এই অ্যাপ্লিকেশন কে পছন্দ করেন। 

জেনে নিন : এইভাবে করা হচ্ছে WhatsApp একাউন্ট Hack, অবশ্যই জেনেনিন কিভাবে সাবধান থাকবেন

বিশেষ কিছু অনুষ্ঠান বা ইভেন্ট উপলক্ষে গুগল মাঝেমাঝেই স্পেশাল অফার নিয়ে আসে। যেখানে অনেক ক্যাশব্যাক পাওয়া যায়। নানান ধরণের গেমও ইন্ট্রোডিউস করে তারা। ফলে গুগল পে অনেকের কাছেই অত্যাধিক রকমের জনপ্রিয়। 

তাই আপনি যদি আপনার মোবাইল নাম্বার বা আপনার প্রিয়জনের মোবাইল নাম্বার রিচার্জ করতে চান। তাহলে এক্ষুনি গুগল পে ব্যবহার করুন এবং খুব সহজেই মোবাইল নাম্বার রিচার্জ করে নিন।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।