আগামী সপ্তাহ থেকে Google Pay ভারতের অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য নতুন এক আপডেট নিয়ে আসতে চলেছে। গুগোল পে দেশের বাজারে জনপ্রিয়তা অত্যন্ত বেশি রীতিমতো পাল্লা দিচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম গুলোর সাথে। আর এবার এই বড়োসড়ো ঘোষণা করলো Google Pay তাদের একটি ব্লগ পোস্টের মাধ্যমে।
তারা জানিয়েছে আগামী সপ্তাহ থেকে roll-out করা হবে এই আপডেট। এই আপডেটে আপনাকে আরও ভালো এক্সপেরিয়েন্স দেবে এবং রেলিভেন্ট অফার প্রদান করার করবে গুগল পে। তবে তার জন্য একটা অপশন কে আপনাকে অন করতে হবে। সেটা হচ্ছে Personalisation within Google Pay অপশন।
কি হবে এর ফলে ?
আপনি যেভাবে আপনার Google Pay ব্যবহার করেন, যে সমস্ত কাজে টাকা খরচ করেন বা যে দোকান থেকে বেশি শপিং করেন সেই সমস্ত কিছু অ্যানালিসিস করে সেই বিষয়ক রেলিভেন্ট অফার থেকে শুরু করে রিকমেন্ডেশন সমস্ত কিছু আপনাকে প্রদান করবে Google Pay! আর এই জন্যই এই পার্সোনালাইজেশন ফিচারটি তারা নিয়ে আসছে।
তার নিচে দুটো অপশন থাকবে। আপনি চাইলে এটা একসেপ্ট নাও করতে পারেন। Google Pay একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে আপনি যেখান থেকে বেশি শপিং করেন এই গুগল ব্যবহার করে, সেই দোকানের ডিসকাউন্ট সম্পর্কে গুগল পে আপনাকে অবহিত করবে। তার ফলে আপনি অনেক টাকা বাঁচাবেন যদি এই ফিচারটি কে অন করে রাখেন।
জেনে নিন : লঞ্চ হয়ে গেল পৃথিবীর সবথেকে ছোট্ট একশন ক্যামেরা- Insta360 Go 2, থাকছে অবাক করা স্পেকস
এই Personalisation within Google Pay অপশন কে আপনি যদি অন করে রাখেন তাহলে আপনার সমস্ত তথ্য Google Pay সেভ করে রাখবে। আপনার লোকেশন থেকে শুরু করে আপনার, ডেটা এবং অ্যাডিশনাল ইনফর্মেশন থাকবে তাদের কাছে। গুগল তাদের এই ব্লগ পোস্টে ভালোভাবেই জানিয়েছে এই তথ্য কারোর সাথে শেয়ার করা হবে না। কাউকে বিক্রি করাও হবে না আপনার মূল্যবান তথ্য। আপনি যেকোন সময় এই Personalisation within Google Pay অপশনটিকে অন অথবা অফ করতে পারবেন।
এই সেটিংস অন না করলে কি Google Pay বন্ধ হয়ে যাবে?
Google Pay-র এই নতুন আপডেট নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। অনেকেই ভাবছেন এই সেটিংসটি যদি অন না করা হয় তাহলে Google Pay হয়তো বন্ধ হয়ে যাবে। বা আপনি গুগল পে আর ব্যবহার করতে পারবেন না এমন গুজবও কোন যাচ্ছে। কিন্তু কথাটা একদমই সত্যি নয়।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।