Like Count কত হয়েছে তা Hide করে রাখতে পারবেন, Facebook ও Instagram নিয়ে এল এই ফিচার, কিভাবে করবেন?

facebook and instagram are now letting users to hide like counts on their posts

বহুদিন ধরে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল Facebook এবং Instagram। অবশেষে এই দুটো প্লাটফর্মে রোল আউট করা শুরু করে দেওয়া হল এই ফিচারটিকে। এবার আপনি চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে আপনার পোস্টে Like Count Hide করে দিতে পারবেন। অর্থাৎ আপনার পোস্টগুলোতে কত লাইক পড়েছে সেটা আর কেউ দেখতে পারবেন না। যদিও আপনি দেখতে পারবেন কে কে আপনার পোস্ট লাইক করেছেন।

কেন Like Count Hide ফিচারটিকে লঞ্চ করা হল?

ফেসবুক এবং তাদেরই আরেক কোম্পানি ইনস্টাগ্রাম বহুদিন ধরেই এই দুই প্লাটফর্মে ইউজারদের এক্সপেরিয়েন্স নিয়ে রিসার্চ চালিয়ে যাচ্ছিল। আর তারা দেখেছেন পোস্টে ইউজারদের লাইক পাওয়াটা তাদের মনের ওপর কতটা প্রভাব ফেলে। সেই বিষয় নিয়ে চলছিল পরীক্ষা-নিরীক্ষা। অনেকের কাছেই বেশি লাইক পাওয়াটাই পছন্দের হয়ে যায়।

ফলে তাদের মনের উপর প্রভাব পড়ে প্রচন্ড রকমের বেশি। কম লাইক পড়লেই তাদের মন খারাপ হয়ে যায়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই সেই সমস্ত ইউজাররা যারা তাদের লাইক কাউন্ট কে হাইড করে রাখতে চান তাদের জন্য এই নতুন ফিচারটি লঞ্চ করল ফেসবুক এবং ইনস্টাগ্রাম। 

ফেসবুকের তরফ থেকে জানানো হচ্ছে তাদের ইউজারদের প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকালীন ইউজারদের মধ্যে আরও আত্ম-সচেতনতা এবং পজিটিভিটি ছড়িয়ে দিতেই ফেসবুক-ইনস্টাগ্রামের এই উদ্যোগ। 

কিভাবে ইনস্টাগ্রামে আপনার Like Count Hide করবেন? 

ইনস্টাগ্রামে আপনার পোস্টে লাইক কাউন্ট হাইড করার জন্য প্রথমে পোস্ট করুন। তারপর সেই পোষ্টের উপর থ্রিডট মেনু রয়েছে। তার উপর ক্লিক করুন। সেখানেই আপনি পেয়ে যাবেন Like Count Hide অপশন টিকে। তার উপর ট্যাপ করে আপনি আপনার সেই নির্দিষ্ট পোষ্টের লাইক কাউন্ট হাইড করে দিতে পারবেন। 

জানেন কি : কিভাবে আপনার UPI আইডি সুরক্ষিত রাখবেন? এই বিশেষ বিষয় গুলি অবশ্যই খেয়াল রাখুন

আপনি যদি চান আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে অন্যান্য ব্যক্তিদের Like Count কেউ আপনি আপনার ফিডে হাইড করে রাখতে পারবেন। সেটা করার জন্য Settings এ চলে যান। তারপর Post অপশন রয়েছে। তারপর Hide Like and View Counts অপশন পেয়ে যাবেন। এই দুটো সেটিংস কে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে একই পদ্ধতি অবলম্বন করুন। 

কিভাবে ফেসবুকে লাইক কাউন্ট হাইড করবেন? 

ফেসবুকে লাইক কাউন্ট হাইড করার জন্য এখনো সঠিক পদ্ধতি জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই একই পদ্ধতি অবলম্বন করে ফেসবুকে লাইক কাউন্ট হাইড করা যাবে। আগামী দিনগুলোতে সমস্ত ইউজারদের জন্য ফেসবুকের এই ফিচারটিকে এনেবেল করে দেওয়া হবে। 

ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইতিমধ্যে এই ফিচারটির রোল আউট করা শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়িই সমস্ত ইউজারদের মধ্যে এই ফিচারটিকে রোল আউট করে দেওয়া শুরু হবে। তবে আপনি এখনই ফিচারটি পেয়েছেন কিনা চেক করে দেখতে পারেন। তার আগে অ্যাপ্লিকেশন গুলি কে আপডেট করে নিতে ভুলবেন না।