প্রত্যেকদিন পাবেন 1GB ডেটা ও আরো নানান সুবিধা, দেখেনিন Reliance Jio-র ছোটা ডেটা প্যাক

নানান কাস্টমারের চাহিদাও নানান রকমের। আর নিজেদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের প্ল্যান নিয়ে আসাতে টেলিকম অপারেটররা সবসময় ব্যস্ত হয়ে রয়েছে। কোনো কাস্টমারের প্রয়োজন বেশি ইন্টারনেট তো কারোর প্রয়োজন আনলিমিটেড কলিং।

প্রিপেইড কাস্টমারদের জন্য আজকে দেখে নেওয়া যাক রিলায়েন্স জিওর 149 টাকার ছোটা ডেটা প্যাকটিকে। আপনার যদি অল্প ইন্টারনেটের প্রয়োজন হয় এবং তার সাথে অ্যাডিশনাল ইন্টারেস্টিং কিছু বেনিফিট আপনি পেতে চান। তাহলে এই ডাটা প্যাক আপনার জন্য আদর্শ।

কি কি সুবিধা পাবেন Reliance Jio-র 149 টাকার প্রিপেইড প্ল্যানে? 

রিলায়েন্স জিও 149 টাকায় প্রিপেইড প্ল্যানে আপনি পেয়ে যাবেন Unlimited Voice Calling এর সুবিধা। তার সাথে আপনার ইন্টারনেটের প্রয়োজন মেটানোর জন্য থাকছে প্রত্যেকদিন 1 জিবি করে High Speed Data। এখানেই শেষ নয়। পাবেন প্রত্যেকদিন 100 টা করে SMS। পেয়ে যাবেন জিও অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন। 

জেনে নিন : পিছু হটতে বাধ্য হল WhatsApp, 15 মে তারিখের পর হবে না আপনার একাউন্ট ব্যান

অর্থাৎ এই প্যাক এর সাহায্যে আপনি জিও সাভান অথবা তার সাথে Jio TV, Jio Magazine মত অ্যাপ্লিকেশনগুলোর সুবিধা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। 28 দিনের ভ্যালিডিটি এই প্ল্যানে পাবেন না। এই প্ল্যানের ভ্যালিডিটি 24 দিন।

আপনার যদি অল্প ইন্টারনেটের প্রয়োজন থাকে। আর তার সাথে Unlimited Voice Call থেকে শুরু করে অ্যাডিশনাল এই সমস্ত সুবিধা গুলো আপনার প্রয়োজন হয়ে থাকে। তাহলে অল্প টাকায় রিলায়েন্স জিওর এই প্রিপেইড প্যাকটি আপনার জন্য দারুন হবে। প্রয়োজন হলে এখুনি রিচার্জ করে নিন আর উপভোগ করতে থাকুন এর সুবিধা। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।