4000mAh‌ ‌এর‌ ‌ব্যাটারি‌ ‌ফুল‌ ‌চার্জ‌ ‌হবে‌ ‌মাত্র‌ ‌8‌ ‌মিনিটে,‌ ‌বিস্ময়কর‌ ‌টেকনোলজি‌ ‌নিয়ে‌ ‌এসে‌ ‌সকলকে‌ হতবাক‌ ‌করে‌ ‌দিল‌ ‌Xiaomi

xiaomi introduces 200w charging technology named hypercharge

চার্জিং টেকনোলজি যে শাওমি (Xiaomi) অন্যান্য কোম্পানিকে টেক্কা দিয়েই চলেছে। এবার তারা নিয়ে চলে এল বিস্ময়কর এক চার্জিং টেকনলজি। যার নাম তারা দিয়েছে HyperCharge টেকনোলজি। যেটা একটা 4000mAh এর ডিভাইসকে মাত্র 8 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে দিতে সক্ষম। অর্থাৎ মাত্র 8 মিনিটে আপনার 4000mAh এর ডিভাইস হয়ে যাবে 0 থেকে  100% চার্জ। অবিশ্বাস্য হলেও সত্যি। থাকছে আরও সুবিধা শাওমির HyperCharge টেকনোলজিতে।

কি এই HyperCharge টেকনোলজি ?

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শাওমি তাদের সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই টেকনোলজি ব্যবহার করে মাত্র 8 মিনিটেই 4000mAh এর মত ব্যাটারি ফুল চার্জ করে দেওয়া সম্ভব হচ্ছে। শুধু মাত্র এখানেই নয় এই টেকনোলজি দেখাতে গিয়ে তারা ব্যবহার করেছে তাদের কাস্টম বিল্ট Xiaomi Mi 11 Pro স্মার্টফোনটিকে। যার ব্যাটারি 4000mAh। Wired Charging এর ক্ষেত্রে এই প্রযুক্তি মাত্র 8 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে দিতে সক্ষম হচ্ছে এই স্মার্টফোনটিকে। এর ম্যাজিক এখানেই থামছে না। এইতো গেল Wired Charging এর ব্যবস্থা।

এবার এর সাহায্যে একই প্রযুক্তিতে ওয়ারলেস চারজিং (Wireless Charging) এর সুবিধাও পাওয়া যাবে। যেটি মাত্র 15 মিনিটে একটি ডিভাইসকে ফুল চার্জ করে দিতে সক্ষম। যেটাও বিস্ময়ের সীমা রাখেনা। Wired Charging এর ক্ষেত্রে চার্জ দেওয়া সম্ভব হচ্ছে 200w ক্ষমতার সাথে এবং ওয়ারলেস চারজিং ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে চার্জ দেওয়া সম্ভব হয়েছে 120w ক্ষমতার সাথে। 

Xiaomi যে কাস্টম বিল্ড Mi 11 Pro স্মার্টফোন ব্যবহার করেছে সেই স্মার্টফোনের 4000mAh ব্যাটারি 0% থেকে 50% চার্জ নিয়ে যেতে এই প্রযুক্তি সময় নিয়েছে মাত্র 3 মিনিট। এটা অবিশ্বাস্য হলেও সত্যি বলে ক্লেইম করছে শাওমি।

জেনে নিন : Battlegrounds Mobile India-তে কি কি বিষয় থাকবে? এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি?

প্রসঙ্গত উল্লেখ্য, শাওমি আমাদেরকে চার্জিং টেকনোলজিতে অবাক করেই চলেছে। এর আগেও আমরা দেখেছিলাম শাওমি নিয়ে এসেছিল Mi Air Charging টেকনোলজি। যার সাহায্যে কোনরকম সংযোগ ছাড়াই শুধুমাত্র একটি ডিভাইসের নির্দিষ্ট ডিসটেন্স এর মধ্যে এলেই স্মার্টফোনের চার্জ হতে শুরু করে দেওয়া সম্ভব হয়েছিল।

এবার তারা নিয়ে চলে এলো তাদের এই HyperCharge টেকনোলজি। নিঃসন্দেহে এই টেকনোলজি গুলি এখনই বিশ্ব বাজারে সবার জন্য নিয়ে আসার কোন প্রশ্নই ওঠেনা। আর এখনও পর্যন্ত এত স্পিডে চার্জিং সহ্য করার মতো স্মার্টফোন বাজারে অ্যাভেলেবলও নেই। তবে শাওমি যা অসাধ্য সাধন করেছে সেটা রীতিমতো প্রশংসার দাবি রাখে।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।