Facebook এর প্রোফাইল পিকচার হোক বা Instagram সহ যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আমাদের সুন্দর ছবি Upload করাই হোক। এখন স্মার্টফোন থেকেই ফটো এডিট করে নেওয়ার জন্য আমাদের সবসময়ই ভালো ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের (the best photo editing application)প্রয়োজন হয়।
তাই আজকের আর্টিকেল আপনাদের জানাবো এমন কিছু অসাধারণ ফটো এডিটিং অ্যাপ্লিকেশন সম্পর্কে। যে গুলির মাধ্যমে আপনি আপনার ছবিকে আরও সুন্দর করতে সক্ষম হবেন। আর যেগুলিকে আপনার অবশ্যই ব্যবহার করা উচিত। এক নজরে দেখে নেওয়া যাক অসাধারণ ফটো এডিটিং অ্যাপ্লিকেশন গুলি।
অসাধারণ ফটো এডিটিং অ্যাপ্লিকেশনস-
Snapseed
এটি একটি ডিজিটাল ফিল্টার্স অ্যাপ্লিকেশন যেখানে আপনি আপনার ফটো কে সুন্দর ভাবে Edit করতে পারবেন। Snapseed গুগলের একটি প্রোডাক্ট। Android ও iOS ইউজাররা এটি নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। একই সাথে এটিতে আপনি 29 টি প্রফেশনাল ফটো এডিটিং টুলস এবং নানান Filters এর সুবিধা পেয়ে যাবেন। স্মার্টফোন থেকে ফটো এডিট করার প্রয়োজন হলে আমরাও এই এডিটিং অ্যাপ্লিকেশন টিকেই ব্যবহার করতে ভালোবাসি। এর মধ্যে Raw ফটোও এডিট করতে পারবেন। থাকবেনা কোনো এড এর অসুবিধাও।
এই আর্টিকেলটি লেখার সময় এখনো পর্যন্ত 4.5 রেটিং নিয়ে এই Application টি Google Play Store অবস্থান করে চলেছে। অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে দেখুন।
Airbrush
একটি অসাধারণ ফটো এডিটিং অ্যাপ্লিকেশন। Android & IOS ইউজারদের কথা মাথায় রেখে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। যেকোনো সেলফি পিকচার এর ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি খুব সুন্দরভাবে কাজ করে। কারণ এই অ্যাপ্লিকেশনটিতে ব্যবহৃত Tools গুলি আপনার যে কোনো সেলফি পিকচারকে Edit করার ক্ষেত্রে এক অন্য মাত্রা প্রদান করবে। Play Store এ রেটিং 4.8 যা নিঃসন্দেহ বেশ ভালো।
জেনে নিন : Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী
Fotor
এটি একটি অনলাইন ফটো এডিটিং প্রোগ্রাম। এর জনপ্রিয়তা খুবই বেশি যার কারণে গ্লোবালি 350 মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন। এর বেশকিছু ফিল্টার্স ব্যবহারের ক্ষেত্রে আপনাকে দিতে হতে পারে সামান্য কিছু মূল্য। তবে অনেক ফিল্টার আপনি বিনামূল্যে উপভোগ করতে পারবেন। Play Store এটির এক কোটির বেশি ডাউনলোড এবং 4.5 রেটিং রয়েছে।
Picsart
Picsart একটি অন্যতম Photo Editing App। এটি San Francisco বেসড টেকনোলজি কোম্পানি। এটির মাধ্যমে ফটোতে বিভিন্ন Effects এবং Filters। সাথে নানান Stickers, Lines-ও Add করতে পারবেন।
এছাড়াও আপনার ছবির Background আপনি Cutout অপশন ব্যবহার করে পরিবর্তন করতে পারবেন।Color With Curves Tool আপনার ছবিকে সুন্দর লুক দিতে সাহায্য করবে। 40 MB এই অসাধারন App টি Play Store 4.2 রেটিং রয়েছে।
Pixlr
এটি একটি Online Photo Editing Tools। এটিতে আপনি 28 টি ভাষায় সাপোর্ট পেয়ে যাবেন। 2008 সালের August মাসে এটি রিলিজ করা হয়। ফটো এডিট করার জন্য বিভিন্ন টুলস আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। পাবেন খুব সুন্দর ভাবে ফটো কোলাজ করারও সুবিধা। থাকছে নানান ফটো কোলাজের টেমপ্লেট। Play Store এটি 5cr+ ডাউনলোড রয়েছে এবং 4.2 রেটিং রয়েছে।
Adobe Lightroom
সারা বিশ্ব জুড়ে এর নাম রয়েছে। এর মধ্যে রয়েছে অসাধারন ফিচারস এবং অসাধারণ সমস্ত ফটো এডিটিং টুলস। এটি খুবই জনপ্ৰিয় অ্যাপ্লিকেশন। Play Store 10cr+ ডাউনলোড এবং 4.3 রেটিং রয়েছে। এটির বেশ কিছু ফিচারস ব্যবহারের ক্ষেত্রে আপনাকে দিতে হতে পারে নির্ধারিত মূল্য।
জেনে নিন : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন
আর চিন্তা নেই। ওপরে উল্লেখিত অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আপনার ছবিকে স্মার্টফোন থেকেই অসাধারণ ভাবে এডিট করতে পারবেন। এর সেগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বন্ধুদের চমকে দিতে পারবেন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।