WhatsApp নিয়ে এল বহু প্রতীক্ষিত Playback Speed Toggle ফিচার, বাঁচবে অনেক সময়

whatsapp just rolled out playback speed toggle feature for android ios and whatsapp web users

গত মাসেই বিটা ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ ইন্ট্রোডিউস করে দিয়েছিল এই ফিচারটিকে। অবশেষে অ্যান্ড্রয়েড এবং আইওএস আর তাছাড়াও WhatsApp Web ভার্সনে হোয়াটসঅ্যাপ ইন্ট্রোডিউস করে দিল ভয়েস মেসেজ এর ক্ষেত্রে প্লেব্যাক স্পিড টগল(Playback Speed Toggle) ফিচার টিকে। 

কি কি সুবিধা পাবেন এই Playback Speed Toggle ফিচারে?

WhatsApp এর নতুন আপডেটের ফলে এবার থেকে সেখানে ভয়েস মেসেজের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে। আপনি যদি কাউকে ভয়েজ মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে বা কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠান। তাহলে সেটাকে আপনার পছন্দ মত স্পিডে আপনি শুনতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় তাহলে খুব দ্রুত সেই ভয়েস মেসেজ শুনে নিতে পারবেন। আর তার জন্য সময় বাঁচবে আপনার। 

কিভাবে ব্যবহার করবেন Playback Speed Toggle?

এটি ব্যবহার করাও খুবই সুবিধাজনক। প্রথমেই আপনার WhatsApp একাউন্ট টিকে লেটেস্ট ভার্সনে Update করে নিতে ভুলবেন না। তারপর জাস্ট WhatsApp Chat এর মধ্যে যেখানে ভয়েস মেসেজ রয়েছে। তার আগেই আপনি এই অপশন পেয়ে যাবেন। ভয়েস মেসেজের Play আইকনের আগেই 1x, 1.5x এবং 2x দেওয়া থাকবে। আপনি সেগুলোতে ট্যাপ করে করে আপনার পছন্দের স্পিড সিলেক্ট করে নিতে পারবেন। 

বহু প্রতীক্ষিত Playback Speed Toggle ফিচার…

জেনে নিন : Battlegrounds Mobile India-তে কি কি বিষয় থাকবে? এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি?

অ্যান্ড্রয়েড আইওএস এবং হোয়াটসঅ্যাপ ওয়েব তিনটি জায়গাতেই একই রকম ভাবে কাজ করছে হোয়াটসঅ্যাপের এই প্লেব্যাক স্পিড ফিচারটি। আমাদের অনেক সময়ই অনেক দীর্ঘ ভয়েস মেসেজ পাঠাতে হয়। কোন কোন সময় এমন হয় যে সেই পাঠানো ভয়েস মেসেজটা আমরা দ্রুততার সাথে শুনতে চাই। সেই ক্ষেত্রে নিঃসন্দেহে এই ফিচারটি অনেক কাজে দেবে আমাদের সকলের। 

আপনার প্রয়োজন মত আপনি 1x, 1.5x এবং 2x স্পিড বেছে নিন। বেছে নিয়ে আপনাকে পাঠানো ভয়েস মেসেজটি দ্রুততার সাথে শুনে নিন। আর আপনার মূল্যবান সময় বাঁচান।