মার্চের 2 তারিখ হবে Realme Camera Innovation Event, আনভিল হবে 108MP ক্যামেরা

realme camera innovation event

সদ্য সদ্য Realme লঞ্চ করেছে তাদের দুটো স্মার্টফোন- Realme Narzo 30 Pro 5GRealme Narzo 30A। এই স্মার্টফোন নিয়ে স্বভাবতই সকলের মধ্যে উত্তেজনা প্রচন্ড রকমের বেশি। মার্চের 4 তারিখেও লঞ্চ হতে চলেছে তাদের Realme GT 5G স্মার্টফোনটি। 

আর এরই মধ্যে রিয়েলমি ঘোষণা করে দিলো তাদের এক নতুন ক্যামেরা ইভেন্ট(Camera Event) সম্পর্কে। যেখানে তারা 108 মেগাপিক্সেল ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানাবে। এই ইভেন্টের নাম তারা দিয়েছে রিয়েলমি ক্যামেরা ইনোভেশন ইভেন্ট(Camera Innovation Event)। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই Realme তাদের সোশাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে প্রচার করে আসছিল। দেখেনিন Realme-র করা টুইটটি- 

এর আগেও আমরা দেখেছিলাম এই রকম একই রকম এক ইভেন্টে Realme তাদের 64 মেগাপিক্সেল ক্যামেরা আনভেইল করেছিল। এইবার এই 108 মেগাপিক্সেল এর ক্যামেরার আনভেইল করতে চলেছে এই ক্যামেরা ইনোভেশন ইভেন্টে। নিঃসন্দেহে এই ইভেন্ট নিয়েও সকলেই এক্সাইটেড। 

কোন স্মার্টফোনে এই 108MP ক্যামেরা ব্যবহৃত হবে? 

মনে করা হচ্ছে Realme-র 8 সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এমন কি এই মার্চ মাসেই লঞ্চ হতে চলেছে এমনও শোনা যাচ্ছে। আর তারই মধ্যে হয়তো ব্যবহৃত হতে পারে এই 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এই নিয়ে এখনো Realme-র তরফ থেকে কনফার্ম কিছু জানা যায়নি। এরই মধ্যে আবার Redmi ঘোষণা করে দিল যে তাদের আপকামিং Redmi10 সিরিজে থাকবে 108MP এর ক্যামেরা।

জেনে নিন : চোখের উপর চাপ কমবে এবার থেকে, Google Maps Android App এ আসছে গুরুত্বপূর্ণ আপডেট

আপনার কি মনে হয় Realme তাদের কোন স্মার্টফোনে এই ক্যামেরা ব্যবহার করবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না! সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।