Redmi Note 10 সিরিজ সম্পর্কে জানা গেল এই গুরুত্বপূর্ণ তথ্য, নতুন চমক দিলেন মানু কুমার জেইন

redmi note 10 series specifications bangla

মার্চের 4 তারিখ লঞ্চ হতে চলেছে রেডমি নোট 10 সিরিজ। এবং এরই মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু খবর পেয়ে গেছি আমরা।

কি কি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে ?

শাওমি রেডমি নোট 10 সিরিজে Redmi Note 10, Redmi Note 10 Pro এবং তার সাথে Redmi Note 10 Pro Max এই তিনটে ফোন লঞ্চ করবে।ইতিমধ্যে এই স্মার্টফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয় কনফার্ম করে দিলেন মানু কুমার জেইন। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কনফার্ম করেছেন যে এই আপকামিং Redmi Note 10 সিরিজের স্মার্টফোনগুলো তে আমরা পাব Qualcomm Snapdragon Processor। 

দেখেনিন তার করা Tweet টি-

নিঃসন্দেহে Qualcomm লাভারদের জন্য এটা একটা দারুন খবর। যদিও এক্সাক্ট কোন প্রসেসর ব্যবহৃত হবে তা সম্পর্কে বিস্তারিত কিছুই জানতে পারিনি আমরা। কিন্তু তবুও এই আপকামিং স্মার্টফোন সিরিজ সম্পর্কে বেশকিছু তথ্য আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি।  

দেখে নেওয়া যাক Redmi Note 10 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন্স !

রেডমি নোট 10 সিরিজে Redmi Note 10, Redmi Note 10 Pro এবং তার সাথে Redmi Note 10 Pro Max এই তিনটে ফোন লঞ্চ করবে। মনে করা হচ্ছে Redmi Note 10 স্মার্টফোনে আমরা পাব 4GB+64GB ও 6GB+64GB ভ্যারিয়েন্টস। এতে থাকবে Qualcomm Snapdragon 732G প্রসেসর। 

আর তারই সাথে Note 10 Pro যে আমরা পেতে পারি 6GB+64GB, 6GB+128GB এবং 8GB+128GB ভ্যারিয়েন্টসের সাথে। থাকতে পারে 768G প্রসেসর। 

জেনে নিন : eSIM এর সুবিধা কি? কিভাবে পাবেন Jio eSIM – জেনেনিন বিস্তারিত

Redmi Note 10 Pro Max এর পেতে পারি 6GB+128GB এবং 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টসের সাথে। সাথে পেতে পারি এর তিনটি কালার ভ্যারিয়েন্টস- Bronze, Black এবং Blue। থাকবে 120Hz এর IPS LCD আর কোয়াড ক্যামেরা সেটাপ। 

স্মার্টফোন গুলিতে থাকতে পারে 5050mAh এর ম্যাসিভ ব্যাটারি। সাথে অবশ্যই থাকবে ফাস্ট চারজিং সাপোর্ট। কেমন লাগলো এই Redmi Note 10 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন্স আপনার? এর সমস্ত ডিটেলস স্পেসিফিকেশন্স কি? সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।