অপেক্ষা ছিল বহু দিনের। মাঝে অনেক লিক্স সম্পর্কেও আমরা আপনাদের জানিয়েছিলাম। অবশেষে ভারতে লঞ্চ হয়ে গেল Realme Narzo 30 সিরিজের দুটি স্মার্টফোন। সেগুলি হল Realme Narzo 30 Pro5G এবং Realme Narzo 30A।
কি কি বিশেষ ফিচার রয়েছে এই Realme Narzo 30 Pro 5G স্মার্টফোনে? সমস্ত কিছু আমরা জেনে নেব এখানে।
Realme Narzo 30 Pro 5G স্পেসিফিকেশন্স
এটা Realme Narzo 30 সিরিজের প্রথম 5G কানেকশন যুক্ত স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে দারুন ইন্টারেস্টিং সমস্ত স্পেসিফিকেশনস আপনি পেয়ে যাবেন। Realme Narzo 30 Pro5G যে আপনি পাবেন 16.5cm এর FHD+ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz এর ও টাচ স্যাম্পলিং রেট 180Hz এর। এর মধ্যে রয়েছে Eye Protection Mode।
দুটি কালার ভেরিয়েন্ট স্মার্টফোন পাবেন আপনি ব্লেড সিলভার(Blade Silber) এবং সোর্ড ব্ল্যাক(Sword Black)। স্মার্টফোনে রয়েছে Dimensity 8000U 5G প্রসেসর। 7nm টেকনোলজির প্রসেসর এটি এবং অত্যন্ত পাওয়ারফুল। 48MP, 8MP, 2MP এর ট্রিপল ক্যামেরা সেটাপ থাকছে এই স্মার্টফোনে। আর পাবেন 16MP এর সেলফি ক্যামেরা।
এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 5,000mAh ম্যাসিভ ব্যাটারি। তার সাথে এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য 30W Dart Charge এর ব্যবস্থা থাকছে। যেটা আপনার স্মার্টফোনের ব্যাটারিকে 65 মিনিটে 100% চার্জ দিয়ে দিতে সক্ষম হবে এবং তিন মিনিটের যা চার্জ হবে তাতে আপনি গোটা একটা দিনের স্ট্যান্ডবাই টাইম পেয়ে যাবেন বলে ক্লেইম করছে Realme।
জেনে নিন : খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Mi Band 6, থাকতে পারে এই ইন্টারেস্টিং ফিচার গুলি
6GB+64GB এর দাম রাখা হয়েছে 16,999 টাকা এবং 8GB+128GB এর দাম রাখা হয়েছে 19,999 টাকা।
এর সেল শুরু হবে 4 March, দুপুর ঠিক 12 টায়। পাওয়া যাবে Realme-র অফিসিয়াল স্টোরে এবং Flipkart এ। আপনার কাছে যদি ICICI ব্যাংকের Credit কার্ড থাকে তাহলে আপনি 1,000 টাকার Instant Discount পেয়ে যাবেন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।