2020 সালের সেপ্টেম্বর মাসে বহুপ্রতীক্ষিত Mi Smart Band 5 লঞ্চ করে দেওয়া হয়েছিল আমাদের দেশে। চীনে এই ব্যান্ড আগেই লঞ্চ হয়ে গিয়েছিল। ভারতে লঞ্চ হওয়ার আগে থেকেই এই ব্যান্ড নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Mi Band 6 অর্থাৎ Mi Smart Band 5 এর সাক্সেসর।
ইতিমধ্যে ভারতের Bureau of Indian Standards বা BIS ওয়েবসাইটে এই Mi Band 6 এর মডেল নাম্বার রেজিস্টার হয়ে গেছে। তাই মনে করা হচ্ছে Mi Band 6 এর লঞ্চ আর দেরি নেই। ইতিমধ্যে এই ফিটনেস ব্যান্ড ইন্দোনেশিয়ার টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইটেও রেজিস্টার হয়ে গেছে।
দেশের মার্কেটে ইতিমধ্যে ফিটনেস ব্যান্ড এর অভাব নেই। Realme নিয়ে চলে এসেছে তাদের Realme Band ও Realme Watch। OnePlus লঞ্চ করে দিয়েছে তাদের OnePlus Band। এরই মাঝে বর্তমানের নাম্বার ওয়ান উয়েরেবেল নির্মাতা শাওমি তাদের নতুন ফিটনেস ব্যান্ড নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে।
জেনে নিন : Google Pay কে নিয়ে মজা করে টুইট করলেন Paytm CEO, নিমেষে ছড়িয়ে পড়ল সেই টুইট
Mi Smart Band 5 এর দাম ছিল 2,499 টাকা। তার মধ্যে আমরা ইন্টারেস্টিং সমস্ত ফিচারস পেতাম। যেমন- 50m water resistance, 11 sports mode, magnetic charging ইত্যাদি। এবার মনে করা হচ্ছে Mi Band 6 এ আসতে চলেছে SpO2 Monitoring এর সুবিধা। থাকতে পারে বিল্ট-ইন জিপিএস এর সুবিধাও। শুধুমাত্র এখানেই শেষ নয় এরমধ্যে থাকতে পারে Amazon Alexa ইন্টিগ্রেশন।
অবশ্যই শোনা যাচ্ছে Mi Smart Band 5 এর থেকে আরও ভালো কোয়ালিটির ডিসপ্লে থাকতে পারে এই Mi Band 6 এ। থাকতে পারে আরও ভালো মানের ও উন্নত ধরনের অ্যাক্টিভিটি ট্রাকিং এর সুবিধা। যদিও Xiaomi-র কাছ থেকে অফিশিয়াল কোনরকম কনফার্মেশন আমরা এখনও পায়নি। তবে সমস্ত দিক দেখে মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে এই বহু প্রতীক্ষিত Mi Band 6।
Xiaomi র তরফ থেকে এই বিষয়ে বিস্তারি কিছুই আমরা জানতে পারিনি এখনও। এর দাম কত হতে পারে বলে আপনি মনে করেন? আপনি কি কোনো ফিটনেস ব্যান্ড ইউজ করেন? সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।