লঞ্চ হয়ে গেছে Realme Narzo 30A স্মার্টফোনটি- স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট জেনেনিন বিস্তারিত ভাবে

realme-narzo-30a-specifications-price-sale-date

Realme Narzo 30 Pro 5G এই স্মার্টফোনের সাথে আজকে লঞ্চ হয়ে গেছে Realme Narzo 30A এই লোয়ার বাজেটের স্মার্টফোনটি। এর আগে আমরা বিস্তারিত ভাবে জানিয়েছি Realme Narzo 30 Pro 5G স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট ও অফার সম্পর্কে। এবার দেখে নেওয়া যাক Realme Narzo 30A স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Realme Narzo 30A

Realme Narzo 30A স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 16.5সেন্টিমিটার এর Mini Drop Full Screen ডিসপ্লে। এরমধ্যে 6,000mAh এর ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাবেন। 18W এর কুইক চার্জ। তার সাথে এখানে রয়েছে Mediatek Helio G85 প্রসেসর। 

এই স্মার্টফোনে রয়েছে AI Dual Camera সেটাপ- 48MP এর প্রাইমারি ক্যামেরা ও 2MP এর ম্যাক্রো লেন্স। 16MP এর Selfie ক্যামেরা পেয়ে যাবেন। দুটি কালার ভ্যারিয়েন্টে এই স্মার্টফোন পাচ্ছেন- Laser Blue এবং Laser Black। আর তারই সাথে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে- 3GB+32GB এবং 4GB+64GB। 

জেনে নিন : এবার OPPO শোকেস করলো তাদের Wireless Air Charging Technology, জেনেনিন বিস্তারিত

3GB+32GB এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। আর তার সাথে 4GB+64GB এর দাম রাখা হয়েছে 9,999 টাকা। Realme Narzo 30A স্মার্টফোনটির প্রথম সেল শুরু হচ্ছে 5 March। সেল হবে Realme অফিসিয়াল স্টোর এবং Flipkart এ। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।