মার্চের 4 তারিখ লঞ্চ হতে চলেছে Realme GT 5G, জেনেনিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন্স

এরই মধ্যে রিয়েলমির বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। মাত্র আগের দিনই লঞ্চ হয়ে গেল Realme Narzo 30 Pro 5GRealme Narzo 30A স্মার্টফোন। এই বিস্তারিত আমরা জানিয়েছে আপনাদের। আবার মার্চের 2 তারিখে রয়েছে তাদের 108MP এর Camera Innovation ইভেন্ট। 

আগামী সপ্তাহেই আবার লঞ্চ হতে চলেছে Realme GT 5G স্মার্টফোনটি। আর এর মধ্যেই বেশকিছু স্পেসিফিকেশনস জানতে পারে যাচ্ছি এই স্মার্টফোন সম্পর্কে। মার্চের 4 তারিখে গ্লোবালি লঞ্চ হবে স্মার্টফোনটি। রিয়েলমির তরফ থেকে এই বিষয়ে বিস্তারিত পোস্ট করে জানিয়ে দেওয়া হয়ে গেছে। এর আগেও আমরা জানতে পেয়েছিলাম Realme GT ভারতে লঞ্চ হতে পারে Realme Race নাম নিয়ে।

এবার দেখে নেওয়া যাক Realme GT 5G স্মার্টফোনে কি কি ফিচার থাকবে!

Realme GT 5G স্মার্টফোনে আমরা পেয়ে যাব 120Hz এর সুপার অ্যামোলেড ডিসপ্লে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ব্যানার থেকে আমরা এই বিষয়ে জানতে পেরে গেছি। এছাড়াও থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে থাকবে 64MP এর ট্রিপল ক্যামেরা সেটাপ। থাকবে কর্নার পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। 

জেনে নিন : শীঘ্রই আসতে চলেছে FAU-G গেমের Multiplayer মোড, খুশি হবেন গেমাররা

পাবেন Qualcomm Snapdragon 888 চিপসেট। থাকতে পারে 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। মনে করা হচ্ছে 5,000mAh ব্যাটারি থাকতে পারে। চার্জিং সাপোর্ট নিয়ে বিস্তারিত এখনও না জানা গেলও 65W বা 125W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এরমধ্যে আবার পাবেন স্টেইনলেস স্টিল VC কুলিং সিস্টেম রয়েছে। 5G সাপোর্ট পাবেন। আর পাবেন WiFi 6 এর সাপোর্ট। 

এর দাম শুরু হতে পারে 2,999 ইউয়ান থেকেই। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 34,000 টাকা থেকে। মাত্র কয়েক দিনের মধ্যেই Realme-র বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ হয়ে গেল। আপনি কি এই স্মার্টফোন নিয়ে ইন্টারেস্টেড? কমেন্ট করে অবশ্যই জানাবেন। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ।সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।