মানু কুমার জেইন প্রকাশ করলেন Redmi Note 10 সিরিজের রিটেইল বক্সের ছবি, কনফার্ম হল অনেক অজানা তথ্য

redmi note 10 series specifications bangla

মার্চ মাসের 4 তারিখে লঞ্চ হতে চলেছে Redmi Note 10 সিরিজ। আর স্বভাবতই সকলেই প্রচন্ডরকম এক্সাইটেড এই নতুন Redmi সিরিজ নিয়ে। এর আগেও আমরা জানিয়েছিলাম এই Redmi Note 10 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশনস। ইতিমধ্যে মনু কুমার জেইন এই স্মার্টফোনের রিটেল বক্স আনভিল করে দিলেন।

তিনি তার টুইটার হ্যান্ডেল একটি ছবি পোস্ট করেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি Redmi Note 10 সিরিজের স্মার্টফোনের বক্স হাতে নিয়ে তিনি আছেন। সেই ছবি দেখে অনেক কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে এই স্মার্টফোন সম্পর্কে। দেখে নিন তার করার টুইট- 

রিটেল বক্সে পোস্ট করা ছবি দেখে আমরা এইটা বুঝতে পারছি যে স্মার্টফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে। পাঞ্চ হোল ডিসপ্লের উপরেরদিকে মাঝখানে থাকবে। পিছনের ক্যামেরা মডিউলটা রয়েছে রেক্টাঙ্গুলার এবং তার সাথে 108 মেগাপিক্সেল এর প্রাইমারি সেনসর থাকবে। আর এটা তো রেডমি আগেই কনফার্ম করে দিয়েছিল। 

জেনে নিন :  শীঘ্রই আসতে চলেছে FAU-G গেমের Multiplayer মোড, খুশি হবেন গেমাররা

ব্যাক সাইডে LED Flash রয়েছে। কোনরকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি যেটা থেকে মনে করা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে আর এমোলেড ডিসপ্লেও থাকতে পারে। 

Redmi Note 10 সিরিজের সম্ভাব্য স্পিসিফিকেশনস! 

রেডমি নোট 10 সিরিজে Redmi Note 10, Redmi Note 10 Pro এবং তার সাথে Redmi Note 10 Pro Max এই তিনটে ফোন লঞ্চ করবে। Redmi Note 10 সিরিজের স্মার্টফোনগুলো তে আমরা পাব Qualcomm Snapdragon Processor। মনে করা হচ্ছে Redmi Note 10 স্মার্টফোনে আমরা পাব 4GB+64GB ও 6GB+64GB ভ্যারিয়েন্টস। এতে থাকবে Qualcomm Snapdragon 732G প্রসেসর। আর তারই সাথে Note 10 Pro যে আমরা পেতে পারি 6GB+64GB, 6GB+128GB এবং 8GB+128GB ভ্যারিয়েন্টসের সাথে। থাকতে পারে 768G প্রসেসর। 

Redmi Note 10 Pro Max এর পেতে পারি 6GB+128GB এবং 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টসের সাথে। সাথে পেতে পারি এর তিনটি কালার ভ্যারিয়েন্টস- Bronze, Black এবং Blue। থাকবে 120Hz এর IPS LCD আর কোয়াড ক্যামেরা সেটাপ। থাকতে পারে 5050mAh এর ম্যাসিভ ব্যাটারি, ফাস্ট চারজিং সাপোর্ট।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।