দৈনন্দিন জীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এখন আমাদের প্রায় সবারই Google Maps-র প্রয়োজন হয়ে থাকে। মাত্র কয়েকদিন আগেই আমরা জেনেছিলাম ভারতে গুগল ম্যাপের এক বিকল্প তৈরিতে কাজ শুরু করে দিয়েছে ইসরো। এই সমস্ত কিছুর মধ্যেও গুগল ম্যাপ এক নতুন আপডেট নিয়ে চলে এল। আর এই আপডেটে সুবিধা পাবে সারা পৃথিবী জুড়ে সকল Google Maps ইউজাররাই।
কি আপডেট এল?
বহুদিন ধরেই অপেক্ষা ছিল এই আপডেটের। অবশেষে গুগল ম্যাপের Android App এ চলে এল Dark Mode অপশন। গুগল এর তরফ থেকে একটি ব্লগ পোস্টে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তারা জানিয়েছে খুব শীঘ্রই সারা পৃথিবী জুড়ে গুগল ম্যাপের এই Dark Mode কে সকল ইউজারদের জন্য রোল আউট করে দেওয়া শুরু হয়ে যাবে।
নিঃসন্দেহে ডার্ক মোড অনেকেরই ভালো রকম কাজে লাগে। অনেক সময় অত্যাধিক স্মার্টফোন ব্যবহারে চোখের উপর যে চাপ পড়ে। সেটা অনেকটা নিরসন করতে সাহায্য করে এই ডার্ক মোড। তাই বহুদিন ধরেই এন্ড্রয়েডের গুগল ম্যাপসে এই ডার্ক মোড এর অপেক্ষায় ছিল গুগল ম্যাপস ইউজাররা।
জেনে নিন : লঞ্চ হয়ে গেছে Realme Narzo 30A স্মার্টফোনটি- স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট জেনেনিন বিস্তারিত ভাবে
স্মার্টফোনের ডার্ক মোড চোখের ক্ষেত্রে যেমন উপকারী তেমনই স্মার্টফোনের ব্যাটারি কিছুটা হলেও সাশ্রয় করে। এই পরিস্থিতিতে যখন স্মার্টফোন আমরা অত্যধিক রকম ব্যবহার করছি এবং তার ফলে অনেকের চোখের সমস্যা দেখা দিচ্ছে। এই রকম পরিস্থিতিতে গুগল ম্যাপের এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের আপডেট নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আপনিও কি Google Map ডার্ক মোড ব্যবহার করবেন? সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।