নতুন IT Rules মেনে Koo প্রকাশ করলো তাদের প্রথম কমপ্লায়েন্স রিপোর্ট

Koo ShresthoTech

দেশে নতুন আইটি রুল(IT Rules) লাগু হয়ে গেছে গত মে মাসের 26 তারিখ থেকেই। আর এই রুল অনুযায়ী যে সমস্ত ডিজিটাল প্লাটফর্মে 5 মিলিয়নের বেশি ইউজার রয়েছেন তাদেরকে প্রত্যেক মাসে একটি করে কমপ্লায়েন্স রিপোর্ট পেশ করতে হবে। আজ সেই কমপ্লায়েন্স রিপোর্টই পেশ করল মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটারের দেশি অল্টারনেটিভ Koo। 

তাদের সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে শুধুমাত্র জুন মাসেই Koo প্লাটফর্মে মডারেট করা হয়েছে 54,235 টি পোস্টকে। তার মধ্যে 5502 টি পোস্ট রিপোর্ট করেছেন শুধুমাত্র ইউজাররাই। ইউজারদের করা রিপোর্টের মধ্যে 1,253 টি পোস্ট কে রিমুভ করে দেওয়া হয়েছে এবং প্রায় 4,249 টি পোস্টে অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Koo আরও জানিয়েছে প্রত্যেক মাসের 1 তারিখেই এই কমপ্লায়েন্স রিপোর্ট তারা পেশ করে দেবে। যেখানে গত মাসে যে সমস্ত কমপ্লেন পেয়েছে তারা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তা সমস্ত কিছুই বিস্তারিত ভাবে জানানো থাকবে। Koo জানাতে ভোলেননি সোশ্যাল মিডিয়াকে তাদের সকল ইউজারদের জন্য একটা নিরাপদ জায়গা করে রাখতে তারা সমস্ত রকম ভাবেই প্রচেষ্টা চালিয়ে যাবে!

জানেন কি : Twitter-এ এই তিনটি দারুন ফিচার আসতে পারে! আপনিও কি এই ফিচারগুলি চান?

প্রসঙ্গত উল্লেখ্য, টুইটার অ্যাপ্লিকেশনের দেশি অল্টারনেটিভ Koo অ্যাপ্লিকেশনের রমরমা ক্রমশ বেড়েই চলেছে। আমরা এর আগেও দেখেছিলাম নাইজেরিয়াতে Twitter ব্যান হয়ে যাওয়ার পর এই Koo অ্যাপ্লিকেশনেই সেই দেশের সরকার জয়েন করেছিল। নাইজেরিয়াতে লঞ্চের মাধ্যমে বিশ্ব দরবারে পা রেখেছিল Koo অ্যাপ্লিকেশন। 

তারই সাথে সমস্ত ভারতীয় আইন মেনেও চলছে এই ভারতীয় অ্যাপ্লিকেশনটি। যার জন্য এই অ্যাপ্লিকেশনের গতি অপ্রতিরোধ্য থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।