এতদিন পর্যন্ত আমরা ড্রোনের মধ্যে ক্যামেরা দেখেছি। সেই ড্রোন (Drone) উড়িয়ে নিয়ে গিয়ে ইউনিক অ্যাঙ্গেলের ছবি তোলা যায় বা ভিডিও শুট করা যায়। এবার এক অদ্ভুত পেটেন্ট সামনে এসেছে ভিভো কোম্পানির। যেখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোনেরই একটা অংশ খুলে গিয়ে ড্রোনের আকার নেবে। তাতে লাগানো থাকবে ক্যামেরা যার সাহায্যে ছবি তোলা বা ভিডিও শুট করা যাবে।
স্মার্টফোনেরই একটা অংশ খুলে গিয়ে হয়ে যাবে ড্রোন
WIPO(World Intellectual Property Organization)-তে গত বছরই ভিভো একটা পেটেন্ট ফাইল করেছে। আর সেই পেটেন্টই দেখে সকলে হতবাক হয়ে গেছেন। সেই পেটেন্ট দেখেই আপনি বুঝতে পারবেন ভিভো এমন এক স্মার্টফোন নিয়ে কাজ করছে যার মধ্যে ডিটাচেবেল ফ্লাইং ক্যামেরা(Detachable Flying Camera) থাকছে।
যেটা বেরিয়ে আসবে ডিভাইসটির নিচের দিক থেকে। আর সেই অংশের মধ্যে থাকছে কোয়াড প্রপেলার(Quad Propeller), বিল্ট ইন ক্যামেরা সেন্সর, ইনফারেড সেন্সর। সমস্ত কিছুই মিলিয়েই বোঝা যাচ্ছে এটি আসলে কাজ করবে ড্রোন ক্যামেরা হিসাবে।
জানেন কি : WhatsApp-এ পাঠানো ভিডিওর Quality নষ্ট হয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না আর, আসছে নতুন ফিচার
এই প্রোডাক্ট দেখেই হতবাক হয়ে গেছেন সকলে। অর্থাৎ শুধুমাত্র স্মার্টফোনেতেই ক্যামেরা এখন লিমিটেড থাকছে না। সেই ক্যামেরা কে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে আপনার পছন্দমত জায়গায়। তার সাথে ছবি দেখে মনে হচ্ছে এর ডিজাইনও হতে চলেছে কম্প্যাক্ট এবং লাইটওয়েট।
তবে এখনো পর্যন্ত জানা সম্ভব হচ্ছেনা ভিভো এই প্রোডাক্ট তৈরিতে কতটা অগ্রসর হয়েছে। অদূর ভবিষ্যতে এমন প্রোডাক্ট এলে সেটা যে একটা মাইলফলক হয়ে যাবে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে তা আর বলার প্রয়োজন নেই।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও আমরা বিভিন্ন ধরনের পেটেন্ট ফাইল করতে দেখেছি স্মার্টফোন ব্র্যান্ড গুলোকে। নোকিয়ার সাউন্ড ফলোইং ক্যামেরাকে দেখেছি। তার সাথে চার্জিং টেকনোলজিতে অভূতপূর্ব পেটেন্ট ফাইল করতেও দেখা যায়। যদিও সেগুলো সব বাস্তবে রূপান্তরিত হয় না। তবে আমরা এই প্রোডাক্ট নিয়ে আগ্রহের সাথে অপেক্ষায় থাকবো।