শব্দের মাধ্যমে হবে ডিভাইস চার্জ, অবিশাস্য এই চার্জিং টেকনোলজির পরিকল্পনায় ফের Xiaomi

xiaomi applies for patent of a sound charging technology

চার্জিং এর জগতে শাওমি একের পর এক চমক দিয়ে চলেছে আমাদের। সেই চমক গুলোর প্রায় প্রত্যেকটিই বলা যায় অভাবনীয়। আমরা এর আগে দেখেছিলাম Mi Air Charging Technology। যেখানে কোনরকম কানেকশন ছাড়াই চার্জ হয়ে যাচ্ছিল স্মার্টফোন। তারপরে আমরা দেখলাম Hyper Charge টেকনোলজি। যেখানে 200W এর Fast Hyper Charge দেখেছি আমরা। এবার আসছে এই শব্দের মাধ্যমে চার্জিং (Sound Charging)। সৌজন্যে সেই শাওমিই! 

শাওমি কাজ করছে শব্দের মাধ্যমে চার্জিং ব্যবস্থায় 

শাওমি এবার এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে যেটা ব্যবহার করে শব্দ এবং অন্যান্য কয়েকটি কম্পোনেন্ট ব্যবহার করে করা যাবে ডিভাইসকে চার্জ। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তারা চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনে (China National Intellectual Property Administration) পেটেন্ট এর জন্য এপ্লাই করেছে। এই এপ্লিকেশন থেকেই আমরা বুঝতে পারছি এই চার্জিং প্রযুক্তির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

টেকনোলজির মধ্যে থাকছে একটি Sound Charging Device, একটি Energy Storage Device এবং তার সাথে একটি Electronic Device। Sound Charging Device টির মধ্যে রয়েছে Sound Collection Device, একাধিক Energy Conversion Device ও একটি Power Conversion Device। 

জেনেনিন : OnePlus এর ওয়্যারেবেল সেকশনের Brand Ambassador করা হল Jasprit Bumrah কে

Electronic Device টি Mechanical Vibration কে Altering Current (AC)-এ রূপান্তরিত করবে। তারপর এর মধ্যে থাকা Power Conversion Device ব্যবহার করে এটি রূপান্তরিত হবে Direct Current (DC)-এ। এই টেকনোলজির সাহায্যে স্মার্টফোন থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রিক ডিভাইস চার্জ দেওয়া যাবে। আর সেটা করার জন্য পাওয়ার সকেটের প্রয়োজন হবে না। 

প্রসঙ্গত উল্লেখ্য 2014 সালে Nokia-ও এই ধরণের চার্জিং টেকনোলজি নিয়ে কাজ করেছিল। তবে পেটেন্ট ফাইল এর মানে এই নয় যে খুব শীঘ্রই আমরা এই টেকনোলজিকে দেখতে পারবো বাজারে। Xiaomi-র এই প্রযুক্তি নিয়ে নানারকম কাটাছেঁড়ার পর, অবশেষে ফাইনাল ভার্সন বাজারে আনা হতে পারে। তবে সেটা করার জন্য আমাদের কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।