এবার ওয়ান প্লাসের (OnePlus) ওয়্যারেবেল (Wearable) সেকশনের ব্যান্ড আম্বাসাডর হচ্ছেন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরাহ। OnePlus কে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তার। ভারতের বাজারে ওয়ানপ্লাস তাদের ওয়্যারেবেল ক্যাটেগরিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন শুরু করে দিয়েছে স্ট্র্যাটেজিক স্টেপস নেওয়া। ইতিমধ্যেই লঞ্চ করে দেওয়া হয়েছে OnePlus Band যা কম্পিট করছে Xiaomi-র সাথে। আর এই কম্পিটিশনের বাজারে টিকে থাকতে গেলে টিকে থাকগে হবে তরুণ প্রজন্মের মনে।
এই উদ্দেশ্যেই আর এক নতুন ঘোষণা করল OnePlus। জানানো হল তাদের এই ওয়্যারেবেল ক্যাটাগরির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন জাসপ্রিত বুমরাহ। রীতিমতো জনপ্রিয় এই তরুণ ভারতীয় ক্রিকেটেরকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে, দেশের যুব সমাজের মধ্যে এই ওয়ানপ্লাসের ভ্যালু কে ছড়িয়ে দিতে চেষ্টা করবে ওয়ানপ্লাস। তাদের ফিলোসফিই হল Never Settle। এই ফিলোসফি কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবেন তিনি।
ওয়ানপ্লাস এর তরফ থেকে জানানো হয়েছে নিজেকে ফিট রাখা এবং এক্টিভ লাইফস্টাইল লিড করার জন্য। আর তার সাথে নিজের উন্নতির জন্য তাদের এই প্রোডাক্টস সবসময়ই সাহায্য করবে।
ইতিমধ্যেই OnePlus-এর ওয়্যারেবেল সেকশনের মধ্যে রয়েছে ওয়ানপ্লাস এর SmartWatch। তারি সাথে রয়েছে সদ্য লঞ্চ হওয়া OnePlus Band। যা Mi Band এর মত অত্যধিক জনপ্রিয় ব্যান্ড এর সাথে কমপ্লিট করছে ভারতের বাজারে।
জেনেনিন : এই মাসে আসছে না Nothing-এর কোনো প্রোডাক্ট, জানালেন কার্ল পেই নিজেই
OnePlus Watch তার মধ্যে দারুন ফিচারসও রয়েছে। রয়েছে ব্লাড অক্সিজেন মনিটরিংয়ের ব্যবস্থা। তার সাথে ক্রিকেটের মত খেলাও ট্র্যাক করতে পারে এই স্মার্ট ওয়াচ। তার সাথে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম ডিজাইন।
নিঃসন্দেহে ওয়ানপ্লাস এর ভবিষৎ লক্ষ্য চরিতার্থ করবেন জাসপ্রিত বুমরাহ বলেই মনে করা হচ্ছে। এই বিষয়ে ওয়ানপ্লাস একটি ভিডিও পোস্ট করে দিয়েছে। দেখে নিন সেই ভিডিওটি-