ওয়ানপ্লাস এর Co-Founder Carl Pei ওয়ানপ্লাস ছেড়ে তার নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। আর নামটাও ছিল অদ্ভুত রকমের, নাথিং (Nothing)। সমস্ত সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছিলেন তিনি। কারণ একটাই, তিনি কার্ল পেই। তার প্রতি বিশ্বাস সকলের অটুট। এই নাথিং কোম্পানির জুন মাসে নিয়ে আসার কথা ছিল তাদের প্রথম একটি প্রোডাক্ট। কিন্তু সদ্য সদ্য জানানো হল এই প্রোডাক্ট নিয়ে আসছেন না জুন মাসে। রয়েছে কিছু সমস্যা। চলছে দ্রুত সমাধানের চেষ্টা।
Carl Pei আগেই জানিয়েছিলেন যে কোম্পানি তাদের প্রথম TWS লঞ্চ করতে চলেছে এই বছরেরই জুন মাসে। এর আগেও অনেকবার টিজ করা হয়েছিল এই ইয়ার বাডসকে। এর ডিজাইন সম্পর্কেও একটা ধারণা পেয়ে ছিলাম আমরা।
কিন্তু অবশেষে এই ইয়ার বাডস, যাকে ইয়ার ওয়ান (Ear 1) বলা হচ্ছিল, তার লঞ্চ আরও পিছিয়ে গেল। এই বিষয়ে একটি টুইট করেছেন সেখানে তিনি জানিয়েছেন কয়েকটা জিনিস ফাইনালাইস এখনও বাকি।
এই বিষয়ে কার্ল পেই জানিয়েছেন যে আগে তারা জানিয়েছিলেন জুন মাসেই এই ইয়ার বাডস। এখন তারা ফিনিশ লাইন একদম শেষে এসে গেছেন। তবুও কয়েকটা জিনিস এখনও ফাইনালাইজ করা বাকি। এইজন্যই নাথিং এর Ear 1 একটু পরের দিকে আসবে বলে তিনি জানিয়েছেন।
জেনেনিন : কোন কোন কালারে পাওয়া যাবে Mi 11 Lite? কবে লঞ্চ হচ্ছে? কি স্পেসিফিকেশন্স?
নাথিং নিয়ে সকলের মধ্যে উত্তেজনা অত্যন্ত রকমের বেশি। কারণ এর ডিজাইন সম্পর্কে বলতে গিয়েও তিনটে প্রিন্সিপাল বলা হয়েছিল- Weightless, Timeless এবং Effortless। বলা হচ্ছিল এই ডিজাইন হতে চলেছে আইকনিক আর মাত্র কয়েকদিন আগেই BIS ওয়েবসাইটে এর মডেল নাম্বারও দেখতে পেয়েছিলাম আমরা। এমনকি এর চার্জিং কেস এর ব্যাটারি লিস্ট হয়ে গিয়েছিল সাথে।
লঞ্চ ডেট পিছিয়ে গেলও হতাশ হওয়ার কিছু নেই। মনে হচ্ছে জুলাই মাসে আনা হতে পারে এই প্রোডাক্ট। আমাদেরকে একটু বেশিই ওয়েট করতে হবে।