মাত্র একদিনেই Battlegrounds Mobile India-র Early Access পেরোলো 50 লক্ষ ডাউনলোড, 5 Million Downloads Gifts ঘোষণা করা হল

battlegrounds mobile india early access crosses 5 million downloads mark on google playstore

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার (Battlegrounds Mobile India) বিটা টেস্টিং শুরু হয়ে যাওয়ার পর অবশেষে এই গেমের Early Access কে সকলের জন্যই ওপেন করে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন করা থাকলে গুগল প্লেস্টোরে (Google PlayStore) গিয়ে সরাসরি এই গেমটি কে ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন এখন। রেজিস্ট্রেশন না থাকলেও আপনি সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করলেই ইনস্টল (Install) অপশন পেয়ে যাবেন।

এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই অনেক ইউজার এই গেমটি ডাউনলোড করবেন, এতো জানাই ছিল সকলের। কিন্তু মাত্র 1 দিনে সেই সংখ্যাটা এতটা গিয়ে দাঁড়াবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া এই অসাধ্য সাধনই করেছে। 

50 লক্ষ ডাউনলোড হয়ে গেছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার

সদ্য সদ্য BGMI ঘোষণা করেছে গুগল প্লেস্টোরে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া 5 মিলিয়ন ডাউনলোড এর সংখ্যা পেরিয়ে গেছে। পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ 50 লক্ষ ডাউনলোড! মাত্র একদিনে এই সংখ্যা পেরিয়ে যাওয়া, ভাবাই যায়না। 

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া নিয়ে সকলের উৎসাহের কমতি ছিল না। হাইপও তৈরি করা হয়েছিল প্রচন্ড রকমের। ক্রাফটন আর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম টিকে বহুদিন ধরেই টিজ করে আসছিল। তাই হাতের কাছে এই সুযোগের পেয়ে আর মিস করেনি গেমাররা। তারা সকলেই ইন্সটল করে নিয়েছেন গেমটিকে এবং উপভোগ করতে শুরু করে দিয়েছেন এর গেমপ্লে।

দেওয়া হচ্ছে 5 Million Downloads Gifts

আর্লি একসেস (Early Access) 5 মিলিয়ন ডাউনলোড ক্রস করে যাওয়াতেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া 5 Million Downloads Gifts দিয়ে দিয়েছে। এই 5 Million Downloads Gifts পাওয়ার জন্য ইভেন্ট (Event) সেকশনে চলে যান। তারপর নিচের দিকে দেখুন 5 Million Downloads Gifts অপশন রয়েছে। তার উপর ট্যাপ করলে আপনি আপনার 5 Million Downloads Gifts ক্লেইম করতে পারবেন। 

জেনেনিন : কিভাবে ট্রুকলার থেকে আপনার নাম্বার রিমুভ করবেন? TruCaller থেকে বেরিয়ে আসতে চাইলে অবশ্যই দেখুন

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার সম্পূর্ণভাবে পাবজি মোবাইলের মত হলেও সামান্য কিছু পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। সেই বিষয়ে আমরা আগেও জানিয়েছিলাম আপনাদেরকে। আর এই আর্লি একসেস সকলের সামনে রিলিজ করে দেওয়ার পরেও এই গেম ব্যান হওয়ার ভয় আঁকড়ে ধরে আছে অনেককেই। কারণ আইটি মিনিস্ট্রির এক বক্তব্য

আইটি মিনিস্ট্রির (IT Ministry) তরফ সে এক আরটিআই (RTI) এর উত্তরে জানানো হয়েছিল লঞ্চ না হওয়া পর্যন্ত এই গেম কে ব্যান করা সম্ভব নয়। তাই এই গেমের ভাগ্যে কি রয়েছে সেটা সময়ই বলে দেবে। এখন এই গেম উপভোগ করতেই মজেছে সকলে। আপনি কি এই গেমটি ইন্সটল করেছেন? কেমন লাগছে আপনার এর গেমপ্লে এক্সপিরিয়েন্স? অবশ্যই কমেন্ট করে জানাবেন।