Nothing এই মাসেই নিয়ে আসছে তাদের প্রথম TWS, সাথে থাকছে আরও চমক

carl pei nothing will launch their first tws and power banks

ওয়ানপ্লাস এর co-founder Carl Pei ওয়ানপ্লাস এর সাথে সম্পর্ক ছিন্ন করার পর তার কোম্পানি নাথিং (Nothing) শুরু করেছেন। আমরা আগেই জানতে পেরেছিলাম নাথিং তাদের প্রথম TWS নিয়ে আসতে চলেছে। তখন আমরা এর ডিজাইন সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পেয়েছিলাম। এবার মনে করা হচ্ছে এই মাসেই নাথিং নিয়ে আসতে চলেছে তাদের প্রথম TWS টিকে। শুধুমাত্র এখানেই শেষ নয়। আসছে আরও দুটি প্রোডাক্ট। এই দুটো হতে চলেছে পাওয়ার ব্যাংক (Power Bank)। ইতিমধ্যে এগুলি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS ওয়েবসাইটে জায়গা করে নিয়েছে। 

ভারতবর্ষের শীঘ্রই নাথিং লঞ্চ করতে চলেছে তাদের প্রোডাক্ট 

এই মাসেই Nothing লঞ্চ করতে চলেছে তাদের প্রথম TWS। এই বিষয়ে নাথিং আগেই জানিয়েছিল। এই TWS এর ডিজাইন সম্পর্কেও আমরা অবগত হয়েছিলাম আগেই। এর ডিজাইন সিম্পল এবং আই-ক্যাচিং। যেটা Weightless, Timeless এবং Effortless- এই তিনটি বিষয়ে ভিত্তি করে তৈরি।  

মনে করা হচ্ছে এবার নাথিং এই প্রোডাক্ট এর সাথে আরও দুটো প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। যেগুলোর মডেল নাম্বার B181-C এবং B181-1। BIS ওয়েবসাইটে এই দুটোর প্রোডাক্টই লিস্টেড। যা খুঁজে বার করেছেন বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা। মনে করা হচ্ছে এই দুটো হতে চলেছে পাওয়ার ব্যাংকস।

জেনেনিন : এবার WhatsApp এর মাধ্যমে খুব সহজেই করতে পারবেন রিলায়েন্স জিও Recharge, নিয়ে আসা হল নতুন উপায়

যদিও নাথিং এখনও তাদের এই আপকামিং পাওয়ার ব্যাংক সম্পর্কে কোনো কিছু ঘোষণা করেনি। তাই এই পাওয়ার ব্যাংক সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। আমরা জানি না এই পাওয়ার ব্যাংক এর দাম কত হতে পারে। বা এই পাওয়ার ব্যাংক কবে লঞ্চ করা হবে। সে সম্পর্কে কোন আইডিয়া নেই আমাদের কারোরই। 

তারি সাথে নাথিং এর TWS এর ব্যাটারি সম্পর্কিত তথ্য লিক করেছেন মুকুল শর্মা। এই ব্যাটারী ইন্ডিয়ান BIS ওয়েবসাইটে 801444F4 এই মডেল নাম্বার অনুযায়ী লিস্টেড। সারপ্রাইজিংলি জানা যাচ্ছে যে এই ব্যাটারিটা Xiaomi Mi Flipbuds Pro তেও ব্যবহার করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, এই Xiaomi Mi Flipbuds Pro এর মধ্যে ব্যাটারি ছিল 570mAh/2.19Wh।  

এর আগে Carl Pei জানিয়ে দিয়েছিলেন যে তারা এই TWS লঞ্চ করবেন জুন মাসেই। তবুও এখনো নাথিং এর তরফ থেকে অফিশিয়ালি ডেট কিছু ঘোষণা করা হয়নি। আমরা জানতে পারিনি তার লঞ্চ ডেট বা দাম সম্পর্কে কোনো কিছুই এখনো পর্যন্ত। তবে একথা অনস্বীকার্য, সকলেই Carl Pei এর প্রোডাক্ট নিয়ে রীতিমতো এক্সাইটেড।