যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে Nothing নিয়ে আসতে চলেছে তাদের প্রথম প্রোডাক্ট- Wireless Earbuds

Nothing Ear 1 ShresthoTech

Oneplus এর কো-ফাউন্ডার Carl Pei তার নতুন ভেঞ্চার শুরু করে দেওয়ার পর থেকেই সেই কোম্পানি নিয়ে উত্তেজনার শেষ নেই ইন্টারনেট দুনিয়ায়। তার কোম্পানির নামও অদ্ভুত রকমের রেখেছেন- ‘Nothing’ অর্থাৎ ‘কিছুই না’। মনে করা হচ্ছে এই Nothing কোম্পানি এবার প্রথম তাদের প্রথম প্রডাক্ট লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। এই প্রোডাক্ট আর অন্য কিছুই নয়- এটি একটি ওয়ারলেস ইয়ারবাডস(Wireless Earbuds) হতে চলেছে। 

লঞ্চের প্রথম থেকে আমরা বুঝতে পারছিলাম Nothing কোম্পানি অডিও প্রোডাক্ট এর উপর কাজ করবে। পরবর্তীকালে তারা স্মার্টফোন তৈরি করবে এমনটাও শোনা যাচ্ছিল। মাঝে Nothing স্মার্টফোন ব্র্যান্ড Essential কে আকুয়ার করে নিয়েছিল। সেই ঘটনা থেকেও মনে করা হয়েছিল তাদের স্মার্টফোন আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়িই।  

জেনে নিন : কমদামে ল্যাপটপ নিয়ে আসতে পারে Reliance Jio, নাম JioBook, ব্যবহার করা যাবে তাদের ইন্টারনেট কানেক্টিভিটি

অবশেষে Carl Pei তাদের প্রথম প্রোডাক্টের ছবি পোস্ট করে দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেটা থেকে এই প্রথম তাদের ওয়ারলেস Earbuds ডিজাইনও অদ্ভুত রকমের সুন্দর লাগছে সকলের। এটাকে তারা বলছে ‘Concept1’। Carl Pei যে ছবি পোস্ট করেছেন সেটি যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন খুব সিম্প্লিস্টিক এর ডিজাইন। ট্রান্সপারেন্ট কেস যুক্ত এই প্রোডাক্টটি দেখতে অদ্ভুত রকমের সুন্দর। মনে করা হচ্ছে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে এই প্রডাক্টটি। 

দেখেনিন তার করা Tweet-

তবে এখনও পর্যন্ত Nothing এর তরফ থেকে এই প্রোডাক্ট এর ফিচারস বা স্পেসিফিকেশনস সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। সেই বিষয়েও নজর রাখবো আমরা। Carl Pei এর Nothing এখন বহুল চর্চিত এক কোম্পানি। তাদের ভবিষ্যতের প্রজেক্টের জন্য ইতিমধ্যে তারা বিশাল রকমের ফান্ডিংও তুলে নিয়েছে। কোম্পানিতে রয়েছে অনেক বিখ্যাত নাম। এবার শুধু তাদের প্রোডাক্ট আনার পালা। Nothing নিয়ে কি আপনিও ইন্টারেস্টেড? 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।