কোন কোন কালারে পাওয়া যাবে Mi 11 Lite? কবে লঞ্চ হচ্ছে? কি স্পেসিফিকেশন্স?

mi 11 lite colour variants revealed specifications launch date

ইতিমধ্যে Xiaomi তাদের Mi 11 Lite স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই তারা এই স্মার্টফোনকে টিজ করে চলেছে। আমরা জানতে পেরেছি স্মার্টফোনের বিভিন্ন ফিচার সম্পর্কে। Xiaomi জানিয়ে দিল তাদের স্মার্টফোনের কালারও। চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত ভাবে।

22 জুন আসছে Mi 11 Lite

Xiaomi তাদের নতুন স্মার্টফোন Mi 11 Lite লঞ্চ করতে চলেছে জুন মাসের 22 তারিখ। ইতিমধ্যে অনেক স্পেসিফিকেশনস আমরা জানতে পেরেছি। আর আজকে আমরা জানতে পেরে গেলাম এই স্মার্টফোনের কালার অপশনস। শাওমি ইন্ডিয়া একটি ট্যুইট করে জানিয়েছে এই Mi 11 Lite স্মার্টফোনের মধ্যে তিনটে কালার অপশন থাকছে। সেগুলি হল- Tuscany Coral, Jazz Blue এবং Vinyl Black। তিনটে কালার খুব সুন্দর লাগছে আমাদের সকলেরই।

Mi 11 Lite স্মার্টফোনের স্পেসিফিকেশনস

Mi 11 Lite স্মার্টফোনের মধ্যে থাকবে 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এর Refresh Rate 90Hz। এর Touch Sampling Rate থাকবে 240Hz এর। এর মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা (Triple Camera) সেটআপ। প্রাইমারি 64 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স ও 5 মেগাপিক্সেলের টেলি ম্যাক্রো ক্যামেরা। আর সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রসেসর পাওয়া যাবে Qualcomm Snapdragon 732G। 

জেনেনিন : কিভাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া-র Beta Version Install করবেন? এখুনি জেনেনিন

তার সাথে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি কথা বলতে গেলে এর মধ্যে পাবেন 4,250mAh ব্যাটারি। সাথে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই স্মার্টফোনে থাকবে ডুয়াল অডিও স্পিকার। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

আর মনে করা হচ্ছে কুড়ি হাজার টাকার নিচেই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের দাম থাকবে। সমস্ত কিছু নিয়ে আমরা রীতিমতো এক্সাইটেড এই Mi 11 Lite স্মার্টফোনটির জন্য। স্মার্টফোন টি লঞ্চ হবে জুনের 22 তারিখে, দুপুর 12 টায়। স্মার্টফোনটিকে বিক্রি করা হবে এক্সক্লুসিভলি ফ্লিপকার্ট এর মাধ্যমে।