খুব শীঘ্রই MacOS এর মধ্যে এই দারুন ফিচার গুলো আসতে চলেছে, চমকে দেবে MacOS Monterey

these amazing features coming soon on macos monterey

অ্যাপেল তাদের WWDC তে ম্যাকবুকের সফটওয়্যার আপডেট নিয়ে বেশ কিছু বিষয়ে ঘোষণা করেছিল। সেখানে আমরা দেখেছিলাম MacOS Monterey এর মধ্যে মধ্যে দারুন সমস্ত আপডেট আসতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন গুরুত্বপূর্ণ ফিচারগুলো আসছে খুব শীঘ্রই।

MacOS এর মধ্যে এই দারুন ফিচার গুলো আসতে চলেছে

খুব সহজে কনটেন্ট শেয়ার করা যাবে এবার। তার মূল কারণ হল আসছে SharePlay। এর মাধ্যমে যেকোনো Apple ডিভাইসের মধ্যে খুব সুন্দর ভাবে সংযোগ স্থাপন করা যাবে। এমনকি FaceTime-এ থাকার সময় ভিডিও দেখা যাবে, গান শোনা যাবে অথবা যেকোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইন্টারেক্ট করতে পারবেন ফেসটাইম পার্টিসিপেন্টসারা। নিঃসন্দেহে খুবই সুবিধাজনক হবে এটা সকলের জন্য। 

এতদিন পর্যন্ত ম্যাকবুক এর ক্ষেত্রে রিসেট (Reset) করার প্রচন্ডরকম যন্ত্রণাদায়ক হয়ে যেত। এবার সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে নতুন আপডেটে। আইফোন (iPhone) এবং আইপ্যাডে (iPad) যেমন আমরা এখন খুব সহজেই ইরেশ অল (Erase All) অপশন পেয়ে যায়। এবার ম্যাকের মধ্যেও এই সুবিধা নিয়ে আসতে চলেছে আপেল (Apple)। ফলে খুব সহজেই আপনি রিসেট করে ফেলতে পারবেন। 

এবার ম্যাকবুকে আসতে চলেছে লোপাওয়ার মোড (Low Power Mode)। যার ফলে আমরা যেমন আইফোন অথবা আইপ্যাডে ব্যাটারি সেভ করতে পারি ইমারজেন্সি সিচুয়েশনে। তেমনি এবার এর মধ্যেও এই সুবিধা নিয়ে আসছে অ্যাপেল। নিঃসন্দেহে অত্যন্ত সুবিধাজনক হবে এই ফিচারও। 

জেনেনিন : Instagram Reels-এও আসবে Advertisements, জেনেনিন কেমন হবে সেই এক্সপিরিয়েন্স

আপনি যদি প্রচন্ড রকম ভাবে Notes ইউস করেন নিজের অর্গানাইজ করে রাখার জন্য। তাহলে MacOS Monterey-র মধ্যে Notes জন্য গুরুত্বপূর্ণ এক আপডেট আসছে। এবার থেকে Notes যেকোনো জায়গায় আপনি এড করে রাখতে পারবেন। তা যেকোনো ওয়েবসাইটেই হোক বা যেকোনো জায়গাতেই হোক। খুব সহজে আপনি Notes এড করে রাখতে পারবেন। এমনকি সাফারিতে (Safari) বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রেও Notes যোগ করা যাবে খুব সুন্দর ভাবে। 

আপনি যদি ম্যাক ব্যবহার করেন তাহলে আপনি নিশ্চিত ভাবেই সাফারি ব্রাউজার (Safari Browser) পছন্দ করেন। সাফারি ব্রাউজারে নতুন নানান ফিচার্স আসছে। অ্যাপেল নিয়ে আসছে তাদের ইন্টালিজেন্ট ট্রাকিং প্রিভেনশন (Intelligent Tracking Prevention)। যা আনওয়ান্টেড ট্রাকিং থেকে আপনাকে বাঁচাবে। তারি সাথে Safari ব্রাউজারের লুক আরো ইম্প্রুভ করা হচ্ছে। এর ব্রাউজারের ট্যাব ম্যানেজমেন্ট এর মধ্যেও নিয়ে আসছে গুরুত্বপূর্ণ আপডেট। তাই আপনি যদি ম্যাক ব্যবহার করেন MacOS Monterey-র মধ্যে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবেন। 

আর এগুলি নিশ্চিত ভাবেই আপনার ম্যাক এক্সপিরিয়েন্স কে আরও সুন্দর করে তুলবে।