লঞ্চ হয়ে গেল Samsung Galaxy S7 FE এবং Samsung Galaxy Tab A7 Lite, দেখেনেওয়া যাক এদের স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

আজকেই স্যামসাং লঞ্চ করে দিলো তাদের বহুপ্রতীক্ষিত দুটি ট্যাবলেট। এগুলি Samsung Galaxy S7 FE এবং Samsung Galaxy Tab A7 Lite। চলুন দেখে নেওয়া যাক এদের সমস্ত স্পেসিফিকেশনস এবং দাম।

Samsung Galaxy S7 FE এর স্পেসিফিকেশন্স

Samsung Galaxy S7 FE এর মধ্যে পেয়ে যাবেন 12.4 ইঞ্চি TFT ডিসপ্লে। এর অ্যাসপেক্ট রেশিও 16:10। আর তার সাথে এরমধ্যে ডিসপ্লে রেজুলেশন 2560×1600 পিক্সেলস। এর মধ্যে পেয়ে যাবেন 6GB RAM ও 128GB স্টোরেজ। এর স্টোরেজ 1TB পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে পারবেন MicroSD কার্ড ব্যবহার করে। তার সাথে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 750G।

ক্যামেরা হিসাবে এই ট্যাবে পেয়ে যাবেন 8MP রিয়ার ক্যামেরা ও 5MP ফ্রন্ট ক্যামেরা। এরমধ্যে রয়েছে ডলবি এটমস সাপোর্ট ও AKG স্পিকার্স। আর এর মধ্যে পেয়ে যাবেন 10,090mAh এর ব্যাটারি। আর সেটা 45W সুপারফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর মাধ্যমে ট্যাবলেটকে মাত্র 90 মিনিটে ফুল চার্জ করে দেওয়া যাবে। অথচ বক্সের মধ্যে থাকছে 15W চার্জার। 

Samsung Galaxy Tab A7 Lite এর স্পেসিফিকেশন্স

Samsung Galaxy Tab A7 Lite এর মধ্যে আপনি পাবেন 8.7 ইঞ্চি স্ক্রিন। রয়েছে 1340×800 পিক্সেল রেজোলিউশন। 3GB RAM ও 32GB ইন্টার্নাল স্টোরেজ থাকছে এর মধ্যে। আর অবশ্যই আগের ট্যাবের মতই মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ কে 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। আর প্রসেসর হিসেবে থাকছে Mediatek Helio P22T প্রসেসর।

জেনেনিন : কোন কোন কালারে পাওয়া যাবে Mi 11 Lite? কবে লঞ্চ হচ্ছে? কি স্পেসিফিকেশন্স?

ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে 8MP রিয়ার ক্যামেরা এবং 2MP ফ্রন্ট ক্যামেরা। আছে 5100mAh ব্যাটারি। 15W আড্যাপ্টিভ ফাস্ট চার্জিং টেকনোলজি। রয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং ডলবি এটমস সাউন্ড টেকনোলজিও। 

Samsung Galaxy S7 FE এবং Samsung Galaxy Tab A7 Lite দাম 

Samsung Galaxy Tab A7 Lite এর LTE ভার্সনের দাম 14,999 টাকা। আর WiFi ভেরিয়েন্ট এর জন্য দাম 11,999 টাকা। দুটি কালার অপশন পাওয়া যাবে- Grey এবং Silver কালার ভ্যারিয়েন্টস। 

অপরদিকে Samsung Galaxy S7 FE এর দাম শুরু হচ্ছে 42,999 টাকা থেকে। HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডে 4,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে। তার সাথে কিবোর্ড কভারে 10,000 টাকার ডিসকাউন্ট অফার থাকছে।

কিনতে পারা যাবে স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, স্যামসাং অনলাইন স্টোর এবং অফলাইন রিটেল পার্টনারদের কাছ থেকে। কিনতে পারা যাবে আমাজন ইন্ডিয়া থেকেও। সেল শুরু হবে জুনের 23 তারিখ দুপুর 12 টা থেকে।