আসতে চলেছে বেশকিছু Realme প্রোডাক্ট, দেখেনিন তাদের সম্ভাব্য স্পেসিফিকেশন্স, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে

realme narzo 30 4g and 5g variants will soon be launched in india confirms madhav sheth

Realme শীঘ্রই নিয়ে আসতে চলেছে Realme Narzo 30, Realme Narzo 30 5G স্মার্টফোন। একই সাথে থাকছে Realme Smart TV এবং Realme Buds Q2।

কবে লঞ্চ হবে?

এসে গেছে সেই প্রতীক্ষীত সময়। মাত্র আর কিছুদিন পরেই লঞ্চ হয়ে যাচ্ছে প্রোডাক্ট গুলি। India তে যে 4 টি প্রোডাক্ট নিয়ে আসছে Realme সেগুলি June 24 তারিখে দুপুরে লঞ্চ হবে বলে জানা গেছে। এরই সাথে প্রডাক্ট গুলির বেশকিছু স্পেসিফিকেশনও সকলের সামনে উঠে এসেছে। সেগুলো সমন্ধে একটু জানা যাক।

Realme Narzo 30 4G স্পেসিফিকেশন্স

Realme Narzo 30 4G তে রয়েছে 6.5-inch FHD+ LCD Display। এরই সাথে রয়েছে 90Hz Refresh Rate। একই সাথে পাবেন MediaTek Helio G95 প্রসেসর। স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন। এছাড়াও ট্রিপল ক্যামেরা থাকছে যার মধ্যে 48MP প্রাইমারি সেন্সর, 2MP মনো লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। Narzo 30 4G পাবেন  5,000mAh Battery এবং 30W Fast Charging। ভারতীয় মুদ্রায় স্মার্টফোনটির দাম হতে পারে 14,190 টাকা।  

Realme Narzo 30 5G স্পেসিফিকেশন্স

অপরদিকে Realme Narzo 30 5G তে থাকছে 6.5-inch FHD+ LCD  ডিসপ্লে। থাকছে 90Hz রিফ্রেশ রেট। স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 700 5G চিপসেট। একই সাথে পাবেন 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আগের স্মার্টফোনটির মতোই এটিতে থাকছে Triple Rear Camera সেটআপ। পাবেন 16 MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও স্মার্টফোনটির আপনি পেয়ে যাবেন 5,000 mAh Battery। ভারতীয় মুদ্রায় প্রায় দাম হতে পারে 19,499 টাকা মতো

Realme Buds Q2 স্পেসিফিকেশন্স

Realme Buds Q2 থাকছে R2 চিপ। এটিতে থাকছে 480mAh ব্যাটারি যা 28 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। এছাড়াও সিঙ্গল চার্জ দিয়ে আপনি 7 ঘন্টা অবধি মিউজিক প্লেব্যাকের সুবিধা পাবেন। The Buds Q2 তে রয়েছে USB Type-C পোর্ট। যা কুইক চার্জ সাপোর্ট করে। পাবেন 3 ঘন্টা মিউজিক প্লেব্যাক করার সুবিধা মাত্র 10 মিনিট চার্জ দিয়ে। 

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Samsung Galaxy S7 FE এবং Samsung Galaxy Tab A7 Lite, দেখেনেওয়া যাক এদের স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

এটি আপনি Black এবং White কালার ভ্যারিয়েন্টসে আমাজন থেকে কিনতে পারবেন। Realme Buds Q2 ভারতীয় মুদ্রায় দাম রাখা হয়েছে Rs. 2,499 টাকা।

Realme Smart TV স্পেসিফিকেশন্স

Realme Smart TV সম্বন্ধে সংস্থার তরফ থেকে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এটি হতে চলেছে 32-inch সম্পন্ন Smart TV। একই সাথে থাকছে Quad Stereo Speakers এবং Ultra-Bright FHD Display। এর দাম এখনো জানা যায়নি। এই প্রোডাক্ট নিয়ে সকলেই এক্সসাইটেড। এখন দেখার বিষয় এদের পারফরম্যান্স কেমন হয়। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।