কেমন হবে Realme Narzo 30 4G ও 5G ভ্যারিয়েন্টের ডিজাইন ও ক্যামেরা? জানালেন মাধব সেঠ

realme narzo 30 4g and 5g variants will soon be launched in india confirms madhav sheth

রিয়েলমি তাদের Narzo 30 সিরিজের দুটি স্মার্টফোন ভারতের লঞ্চের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। এই বিষয়ে বেশ কিছুদিন ধরেই নানান হিন্টস দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই Madhav Sheth জানিয়েছেন এই দুটো স্মার্টফোনই ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন দুটি আর অন্য কিছুই নয়- Realme Narzo 30 5G এবং তাঁরই 4G ভেরিয়েন্ট। 

আর আজকেই রিলমি তরফ থেকে Madhav Sheth এই স্মার্টফোনের ডিজাইন টিজ করে দিয়েছেন একটি নতুন পোস্টারে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে কি জানা যাচ্ছে!

Realme Narzo 30 4G এবং 5G ভেরিয়েন্টের ডিজাইন কেমন হতে চলেছে? 

আজকের Realme-র Madhav Sheth একটি টুইট করেছেন। যার মধ্যে আমরা এই স্মার্টফোনের ডিজাইন কেমন হতে চলেছে সে বিষয়ে হিন্টস পাচ্ছি ভালো রকম ভাবেই। জানতে পারছি এই দুটি স্মার্টফোনের ক্যামেরা মডিউল সম্পর্কেও। যে পোস্টার শেয়ার করা হয়েছে সেখানে দেখে যাচ্ছে একটি রেসিং সেটাপের মধ্যে Narzo 30 সিরিজের একটি স্মার্টফোন। ওপরে লাইটের জায়গায় রয়েছে এই স্মার্টফোন দুটোর ক্যামেরা মডিউল। 

যা দেখে আমরা বুঝতে পাচ্ছি একটা ডিভাইসে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ (Triple Camera Ser Up)। তারই সাথে থাকছে LED ফ্ল্যাশ। আর এটা হতে চলেছে ভার্টিক্যাল ক্যামেরা মডিউল। আর অন্যদিকে অপর একটি ডিভাইসেও থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এর ক্যামেরা মডিউল হতে চলেছে চৌকাকৃতির। তার নিচের দিকে রয়েছে ফ্ল্যাশ।

জেনেনিন : শীঘ্রই গ্লোবালি লঞ্চ হতে চলেছে Oppo Reno 6 Pro 5G স্মার্টফোন, পাওয়া যাচ্ছে এমনই হিন্টস

এছাড়াও Narzo 30 স্মার্টফোনটির জিজাইনও শেয়ার করা হয়েছে। সে স্মার্টফোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3.5mm হেডফোন জ্যাক। রয়েছে USB Type C  পোর্ট। তারই পাশে স্পিকার গ্রিল ও মাইক্রোফোন তো থাকছেই। দেখেনিন তার করা টুইট-

গ্লোবাল মার্কেটে এই স্মার্টফোনের ক্যামেরার ক্যামেরা সেটআপ দেখে নিয়ে এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কেও আমরা ধারণা করতে পারি। এই স্মার্টফোনে 48MP এর প্রাইমারি ক্যামেরা সেনসর থাকছে। তার সাথে 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP মনোক্রম সেন্সর থাকছে। দুটো স্মার্টফোনেরই মনে করা হচ্ছে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। যার রিফ্রেশ রেট 90Hz এর। 

Narzo 30 এর 4G ভ্যারিয়েন্টে থাকতে পারে MediaTek এর Helio G95 প্রসেসর। আর তারই সাথে থাকে 5G ভেরিয়েন্টে থাকতে পারে Dimensity 700 প্রসেসর। 

কবে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন? 

এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত রকমের হিন্টস রিয়েলমি দিলেও কবে এই স্মার্টফোন লঞ্চ হতে চলেছে সে সম্পর্কে কোন ডেট এখনো বলা হয়নি। মনে করে হচ্ছে এই মাসের 24 তারিখে রিয়েলমির একটি লঞ্চ ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টেই লঞ্চ করে দেওয়া হবে এই Realme Narzo 30 4G এবং 5G ভেরিয়েন্টকে।