কিভাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া-র Beta Version Install করবেন? এখুনি জেনেনিন

how to join battlegrounds mobile india beta testing programme and download the game

গতকালই পাবজি মোবাইল (PUBG Mobile) দেশি অল্টারনেটিভ ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে (Battlegrounds Mobile India) বিটা টেস্টিংয়ের (Beta Testing) জন্য লঞ্চ করে দেওয়া হয়েছিল। এই লঞ্চের পর অনেকেই চেষ্টা করেছেন এই গেমটি ডাউনলোড করে খেলতে। কিন্তু সেটা সকলের সম্ভব হয়নি। কারণ একটাই লিমিটেড স্লট। 

যার জন্য সকলে এই গেমটি ইন্সটল করে খেলতে পারছেন না। আজকের এই আর্টিকেল এক ট্রিক্সের ব্যাপারে বলবো। এই ট্রিক্স এর সাহায্যে আপনি খুব সহজেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার বিটা টেস্টিংয়ের একসেস পেয়ে যেতে পারবেন।

কিভাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বিটা টেস্টিং একসেস করতে পারবেন? 

এই পদ্ধতি অবলম্বন করে আমরা চারটি আলাদা আলাদা ডিভাইসে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ইন্সটল করতে পেরেছি। কোনরকম সমস্যা হয়নি আমাদের। আপনি যদি সঠিকভাবে পদ্ধতি মেনে চলেন কোন সমস্যা হওয়ার কথা নয়। 

এটা করার জন্য প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল ক্রোম ব্রাউজার (Google Chrome Browser) ওপেন করে নিন।

তারপর গুগল ক্রোম ব্রাউজারের সাইন ইন (Sign In) করে নিন আপনার নির্দিষ্ট ইমেইল আইডি দিয়ে। যে মেইল আইডির সাথে আপনি আগে পাবজি মোবাইল খেলেছিলেন। বা যে জিমেইল আইডিতে আপনি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলতে চাইছেন। সেই ইমেইল আইডি দিয়েই সাইন ইন করবেন। 

এই কাজটা করার পর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান। battlegroundsmobileindia.com এইটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। 

how-to-join-battlegrounds-mobile-india-beta-testing-programme-and-download-the-game
How to Join Battlegrounds Mobile India Beta Testing Programme?

ওয়েবসাইটে গেলেই Early Access Now অপশন পাবেন। সেখানে ক্লিক করলে পরের পেজে একটু নিচের দিকে পাবেন Become a Tester অপশন! 

জেনেনিন : ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কি ব্যান হয়ে যাবে? দেখেনিন কি জানিয়েছেন খোদ IT Minister

সেটাতে ক্লিক করলেই দেখাবে Welcome to the Testing Programme আসবে। ব্যাস তাহলেই এখানের কাজ শেষ। মাঝে মাঝে Error in Webpage দেখিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েকবার চেষ্টা করুন। তাহলেই আপনি এই অপশন পেয়ে যাবেন। 

Welcome মেসেজ পেয়ে যাওয়ার পর সেই একই ইমেইল আইডি দিয়ে আপনি গুগল প্লে স্টোরে (Google Play Store) চলে যান। সেখানে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সার্চ করুন। আমাদের অভিজ্ঞতা মত 5 থেকে 7 মিনিট এর মধ্যেই আপনাকে ইন্সটল (Install) করার অপশন দিয়ে দেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগছে। সেটা এক ঘন্টা পর্যন্ত হতে পারে। অবশ্যই এই পদ্ধতি মেনে চেষ্টা করে দেখুন আর আর্টিকেলটিকে শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে।