নতুন এপ্লিকেশন নিয়ে কাজ করে যাচ্ছে গুগল, নাম Google Health, মেডিকেল রিপোর্ট সেভ করা ও শেয়ার করা হয়ে যাবে আরও সুবিধাজনক

Google Health ShresthoTech
Google Health App (Image Credit : Ishan Agarwal/91mobiles)

আমরা গুগলকে প্রায়শই নতুন নতুন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে দেখি। সমস্ত কিছু ঠিক থাকলে সেই অ্যাপ্লিকেশনকে লঞ্চ করা হয়। আবার সামান্য সমস্যায় সেটি আর লঞ্চের আলো দেখে না। আবার অ্যাপ্লিকেশন লঞ্চ করেও বন্ধ করে দিতে দেখেছি আমরা গুগলকে অনেক বার। এবার গুগল নতুন এক হেলথ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানা গেল। নাম Google Health!

জনপ্রিয় লিকস্টার আর.এস. আগারওয়াল এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে 91মোবাইলসকে। তাদের তথ্য থেকে জানা যাচ্ছে এই নতুন অ্যাপ্লিকেশনটি সম্পর্কে বেশ কিছু বিষয়। মনে করা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের নাম হতে চলেছে গুগল হেলথ অ্যাপ(Google Health App)। 

যার মধ্যে পেশেন্টের মেডিকেল ইনফরমেশন থেকে শুরু করে যাবতীয় এই রিলেটেড রেকর্ডস সেভ করে রাখা যাবে খুব সহজেই। তিনি কোন ডাক্তার ভিজিট করেছেন বা অনলাইনে কোথায় চেকআপ করিয়েছেন সমস্ত কিছুই সেভ করা থাকবে। প্রয়োজন হলে সেগুলো খুব সহজেই প্রিয়জনদের সাথে শেয়ার করা যাবে। 

জানেন কি : WhatsApp-এ পাঠানো ভিডিওর Quality নষ্ট হয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না আর, আসছে নতুন ফিচার

সমস্ত গুরুত্বপূর্ণ মেডিক্যাল রেকর্ডস সকলের সহযোগিতায় হাতের মুঠোয় এনে দিতে গুগলের এই উদ্যোগ। এমনকি গুগলের এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেশেন্ট যে সমস্ত জায়গা থেকে হেলথকেয়ার নিয়েছেন। সেই সমস্ত পোর্টালগুলো কেউ লিঙ্ক করার সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। সমস্ত রকমের পোর্টাল থেকে আপনার যাবতীয় মেডিকেল ইনফরমেশন এক জায়গায় পেয়ে যেতে পারবেন আপনি। এমনই এই অ্যাপ্লিকেশনের কনসেপ্ট। এমনকি তার মধ্যে Home, Records, Contacts এবং Sharing মেনু দেখতে পাচ্ছি আমরা। 

নিঃসন্দেহে এটা খুব ইন্টারেস্টিং একটি কনসেপ্ট। অ্যাপেলের হেলথ অ্যাপ্লিকেশনের সাথে কমপিট করতে গেলে গুগলের ফিট অ্যাপ্লিকেশন এর সাথে এই অ্যাপ্লিকেশন এর সুবিধা নিঃসন্দেহে অনেক এগিয়ে নিয়ে যাবে গুগলকে। তবে এটা এখনো টেস্টিং পর্যায়েই রয়েছে। পরবর্তীকালে অ্যাপ্লিকেশনকে লঞ্চ করা হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো তথ্যই পাওয়া যায়নি। 

তবে নতুন অ্যাপ্লিকেশনের কনসেপ্টটা অসাধারণ বলাই যায়। কেমন লাগলো আপনার এই নতুন অ্যাপ্লিকেশনের কনসেপ্ট? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।