বহুদিন ধরেই ডিমান্ড ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটের। অবশেষে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে চলে এল সেটি। এবার থেকে টিকটকের ভিডিও দৈর্ঘ্যের লিমিট বাড়িয়ে করা হল তিন মিনিট। অর্থাৎ শুধুমাত্র এখন 60 সেকেন্ডের নয়, তিন মিনিটের ভিডিও পোস্ট করতে পারবেন টিকটকাররা।
TikTok-এ আসছে তিন মিনিটের ভিডিও সাপোর্ট
এই আপডেটের বিষয়ে বিস্তারিত জানিয়ে টিকটক একটি ব্লগ পোস্ট করেছে সম্প্রতি। সেখানে তারা জানিয়েছে টিকটকের ভিডিও লিমিট সম্পর্কে বহু দিন ধরেই দাবি আসছিল সকলের কাছে থেকেই। সেই দাবীকেই অগ্রাধিকার দিয়ে বেশ কিছুদিন ধরে এই তিন মিনিটের ভিডিও ফরম্যাট কে পরীক্ষা চালিয়ে যাচ্ছিল টিকটক। অবশেষে এই টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যেও রোল আউট করে দেওয়া শুরু হল।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ব্যান হয়ে যাওয়া এই শর্ট ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে প্রথমে 15 সেকেন্ডের ভিডিও আপলোড সাপোর্ট করতো। পরবর্তীকালে সেই সময়কে বাড়িয়ে করা হয় 60 সেকেন্ড। অর্থাৎ এক মিনিটের ভিডিও এতদিন পর্যন্ত পোস্ট করতে পারতেন ক্রিয়েটররা। আর সেই এক মিনিটের টাইম লিমিট কেই এবার বাড়িয়ে করা হল তিন মিনিট।
জানেন কি : WhatsApp-এ পাঠানো ভিডিওর Quality নষ্ট হয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না আর, আসছে নতুন ফিচার
টিকটক বলছে এর ফলে ইউজাররা আরও দীর্ঘ সময়ের ভিডিওতে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন। তবে এই ফিচার আনার সাথে সাথে টিকটক প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে ইউটিউব, ইন্সটাগ্রাম এর মত জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম গুলির সাথেও।
ভারতে এই ব্যান হওয়া অ্যাপ্লিকেশন কবে ফিরে আসবে সে বিষয়ে টিকটক চেষ্টা চালিয়ে গেলেও এখনও নির্ধারিত কোন খবর নেই। তাই ভারতীয় ইউজারদের এই ফিচার এক্সপিরিয়েন্স করা থেকে বঞ্চিত হতেই হবে। আর অতিসম্প্রতি টিকটক পাকিস্তানে টিকে থাকার জন্যও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই ভারতেও খুব দ্রুত ফিরে আসবে এমনটা তো মনে হচ্ছে না। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।