বেশ কিছুদিন আগেই নাইজেরিয়াতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারকে (Twitter) ব্যান করে দেওয়া হয়েছিল। এই বিষয়ে আপনাদের জানিয়ে ছিলাম আমরা আগেই। আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে তৈরি টুইটারের অল্টারনেটিভ অ্যাপ্লিকেশন লঞ্চ করে দেওয়া হয়েছিল নাইজেরিয়া তেও।
এই সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েনি কু (Koo) অ্যাপ্লিকেশন। ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক সীমানায় পৌঁছে গিয়েছিল তারা। শোনা যাচ্ছিল খুব শীঘ্রই নাইজেরিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজেও অ্যাপ্লিকেশনকে উপলব্ধ করে দেওয়া হবে। এর পর জানা গেল নাইজেরিয়ার সরকারও তাদের অফিসিয়াল হ্যান্ডেল তৈরি করে ফেলেছেন Koo নামক এই ভারতীয় টুইটার অল্টারনেটিভ প্লাটফর্মে।
নাইজেরিয়া সরকার জয়েন করলো Koo
এই বিষয়টিকে আনন্দের সাথে কনফার্ম করেছেন Koo এর CEO রাধাকৃষ্ণ নিজেই। জানিয়েছেন নাইজেরিয়ার সরকারও এবার তাদের প্লাটফর্ম জয়েন করেছেন। শুধু মাত্র এখানেই থেমে থাকেননি তিনি। উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিয়েছেন তিনি নাইজেরিয়ার সরকারকে। তারই সাথে আনন্দ প্রকাশ করেছেন এই অ্যাপ্লিকেশনের সাফল্যেও।
প্রসঙ্গত উল্লেখ্য, নাইজেরিয়ার প্রেসিডেন্টের এক টুইট ডিলিট করে দিয়েছিল Twitter। আর তা থেকেই সমস্যার মুখে পড়ে টুইটার সেই দেশে। এর ফলেই পরবর্তীকালে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং প্লাটফর্মকে ব্যান করে দেওয়া হয় সেই দেশে।
জেনে নিন : কবে লঞ্চ হচ্ছে Battlegrounds Mobile India? উঠে আসছে নতুন তথ্য
নাইজেরিয়ার সরকারও বিভিন্ন জনপ্রিয় কোম্পানিগুলোকে অনুরোধ করেন Twitter কে না ব্যবহার করতে। পরবর্তীকালে সেই দেশের টেলিকম অপারেটররাও অ্যাক্সিস রিমুভ করে দেয় টুইটারের। সব মিলিয়ে রীতিমতো বিপাকে এখন টুইটার। আর এই সুযোগের সদ ব্যবহার করে নিচ্ছে Koo অ্যাপ্লিকেশন।
আপনিও কি Koo আপ্লিকেশন ব্যবহার করেন? তাহলে কেমন লাগছে আপনার এই প্লাটফর্ম? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।