টুইটারের অল্টারনেটিভ Koo App লঞ্চ হয়ে গেল নাইজেরিয়াতেও, সুযোগের সদব্যবহার কাকে বলে শিখতে হবে Koo এর থেকে

Koo ShresthoTech

অতিসম্প্রতি নাইজেরিয়াতে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারকে (Twitter) ব্যান করে দেওয়া হয়েছে। আর ব্যানের কারণ একটাই। টুইটার নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাডু বুহারির একটি টুইট কে ডিলিট করে দিয়েছিল। তার কারণ হিসাবে তারা দেখিয়েছে যে তার টুইট টুইটারের নিয়মকে ভঙ্গ করে। আর তারপরই উঠে পড়ে লেগেছে নাইজেরিয়ার সরকার। এবং ব্যান করে দিয়েছে এই জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্লাটফর্ম কে। 

আর এই সুযোগ নিয়ে টুইটারের ভারতীয় অল্টারনেটিভ অ্যাপ্লিকেশন Koo কে নাইজেরিয়াতে লঞ্চ করে দেওয়া হল। অ্যাপ্লিকেশনের CEO রাধাকৃষ্ণ এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তার টুইটার একাউন্টেই। তিনি কনফার্ম করেছেন যে Koo অ্যাপ্লিকেশন এখন নাইজেরিয়াতেও এভেলেবেল হয়ে গেছে।

তারা সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজেও এই প্লাটফর্মের সুবিধা নিয়ে আসতে চাইছেন সেটাও জানাতে ভোলেন নি। এ বিষয়ে তার ফলওয়ার্স দের বক্তব্য জানতে চেয়েছেন তিনি! অর্থাৎ সুযোগের সদব্যবহার করা কাকে বলে তা এই Koo অ্যাপ্লিকেশন এর কাছ থেকে শিখতে আমাদের।

জেনে নিন : Airtel এর 598 ও Vi এর 599 প্রিপেইড প্ল্যান দুটির মধ্যে কোনটিতে বেশি সুবিধা পাবেন?

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগেই কু অ্যাপ্লিকেশনকে লঞ্চ করা হয়েছিল বিশ্বজুড়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটারে দেশি ভার্সন হিসাবে। ইতিমধ্যে অনেক জনপ্রিয় ব্যক্তিত্বরা এই অ্যাপ্লিকেশনে তাদের নিজস্ব একাউন্ট খুলেছেন। এমনকি ভারত সরকারও এই মেড ইন ইন্ডিয়া অ্যাপ্লিকেশনকে ব্যবহারের জন্য প্রচার করছে। 

ইতিমধ্যে ভারতে শুধুমাত্র গুগল প্লে স্টোর (Google Play Store) থেকেই 50 লক্ষের বেশি ইউজার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছেন। মানে এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে সেটা বলাই যায়। ভারতের সীমা পেরিয়ে এখন নাইজেরিয়াতেও লাঞ্চ হয়ে গেল Koo অ্যাপ্লিকেশন।

যেটা রীতিমতো এই অ্যাপ্লিকেশনের জন্য ভালো ব্যাপার। বেসিক্যালি Koo এর মধ্যে টুইটারের মতো প্রায় সমস্ত ফিচারই পাওয়া যায়।তাই এবার নাইজেরিয়াতে টুইটার এর পরিবর্তে এই অ্যাপ্লিকেশন কত মন দখল করে নিতে পারে সেটার ওপরই লক্ষ থাকবে সারা বিশ্ববাসীর।