বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে প্রায়ই আমরা নানান রকমের সমস্যা দেখতে পায়। এবার জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট Twitter-এ আজ সকালে কিছু সমস্যা দেখা গিয়েছিল। ডাউনডিটেক্টর পোর্টাল থেকে জানা যাচ্ছে আজ সকালে কিছুক্ষণের জন্য জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটারে (Twitter) সমস্যা দেখা দিয়েছিল। তবে শুধু ভারতের সামান্য কিছু ইউজারদের মধ্যেই এই সমস্যা দেখা গিয়েছিল।
সারা বিশ্বজুড়ে এই সমস্যা নয়। শুধুমাত্র আমাদের দেশেই লিমিটেড কিছু ইউজারদের মধ্যে সমস্যা দেখা গেছে। ডাউনডিটেক্টর ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে প্রায় 300 জন মত ইউজারদের মধ্যে দেখা গেছে কিছু গ্লিচ। তারা প্রত্যেকেই বিভিন্ন রকমের সমস্যা ভোগ করেছেন যার মধ্যে 78% ইউজার সমস্যা ফেস করেছেন লগইন (Log In) করতে গিয়েই। আর বাকি কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন টুইটারের ওয়েব অথবা মোবাইল ভার্সন ব্যবহার করতে গিয়েও।
জানেন কি : ইউটিউব অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে এলো দুর্দান্ত ফিচার, শেয়ার করা যাবে ভিডিও চ্যাপ্টারও
জানা যাচ্ছে iOS ইউজারদের তুলনায় Android প্ল্যাটফর্মে টুইটার ব্যবহারকারীরা অত্যধিক রকমের সমস্যা ফেস করেছেন। আবার কেউ কেউ টুইটারে Sign In করতে পেরেছেন। কিন্তু বেশ কিছু স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটেছে তাদের। তারমধ্যে কেউ হয়ত আবার Tweet Delete করতে পারছেন না। আবার কেউ তাদের Twitter Feed-কে রিফ্রেশ করতেও পারছেন না।
এমনকি রিপ্লাই করতে গিয়ে বা এই ধরনের কোন কাজ করতে গিয়েও সমস্যা ফেস করতে হয়েছে অনেককেই। বেশিরভাগ ইউজারকেই দেখিয়ে দেওয়া হয়েছে Something Went Wrong, Please Reload। এই ধরনের ছোটখাট সমস্যা বেশকিছু ইউজারদের ছিলই। তবে বলে রাখা ভালো সারা দেশজুড়ে সকল ইউজাররা এই সমস্যা ফেস করেননি। শুধুমাত্র লিমিটেড কিছু ইউজারই এই সমস্যার সম্মুখীন হয়েছেন।
এই বিষয় স্বীকার করে নিয়ে টুইটার জানিয়েছে সামান্য সমস্যা ছিল সেই সমস্যা কাটিয়ে উঠেছে তারা এবং এখন তাদের প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবেই অপারেশনাল।