WhatsApp Web ব্যবহার কারীদের জন্য সুখবর, এবার WhatsApp-এ করা যাবে এই কাজ গুলি

how to take notes on whatsapp

সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ স্থাপন এখন নিত্যদিনের ঘটনা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটার এর মতো এপ্লিকেশন এর সাহায্যে বর্তমান সময়ে আমরা খুব সহজেই নিজের প্রিয়জনদের কাছে গুরুত্বপূর্ণ যোগাযোগ খুব কম সময়ে স্থাপন করে থাকি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে একটি দুর্দান্ত ফিচারস। আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউসার হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বেশ কিছু বছর আগে হোয়াটসঅ্যাপ অডিও ও ভিডিও কলের সুবিধা নিয়ে আসে তবে সে সুবিধা শুধুমাত্র Mobile Application ব্যবহারকারীরা উপভোগ করতে পারতেন। এখন থেকে এই বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন ডেক্সটপ ইউজাররাও। 

আপনি যদি একজন WhatsApp ডেক্সটপ ইউসার হয়ে থাকেন তাহলে আপনি এখন থেকে একত্রে ONE-TO-ONE অডিও ও ভিডিও কলের এই সুবিধা নির্ভাবনায় পেতে চলেছেন। এছাড়াও কল চলাকালীন আপনি আপনার ইচ্ছামত হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন এর ক্যামেরা, মাইক্রোফোন On অথবা Off করতে পারবেন। 

ডেক্সটপ ইউজারদের কাছে এটি একটি  দুর্দান্ত ফিচারস। তবে এ কথা বলে রাখা ভাল আপনি যেমন আপনার স্মার্টফোনে গ্রুপ ভিডিও কলের অসাধারণ সুবিধা উপভোগ করেন, বর্তমানে আপনি  ডেক্সটপ এ গ্রুপ ভিডিও কলের কোনো বাড়তি সুবিধা পাচ্ছেন না। ধীরে ধীরে WhatsApp এই সুবিধা রোল আউট করছে। 

জেনে নিন : Vi এর এই প্ল্যান গুলিতে পাবেন 1.5 GB করে ডেটা, থাকছে আরও অনেক সুবিধা, জেনে নিন বিস্তারিত

তবে হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে তারা গ্রুপ কলের ব্যবস্থা অতি শীঘ্রই করতে চলেছে। নিঃস্বন্দেহে হোয়াটসঅ্যাপ আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। টেকনোলজির যুগে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশন আমাদের ব্যাপকভাবে সাহায্য করে চলেছে। পরিসংখ্যানের হিসাব অনুযায়ী মাসিক 1.5 বিলিয়নেরও বেশি মানুষ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চলেছেন। আমাদের দেশে 340 মিলিয়নেরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চলেছেন। 

আর সেই জন্যই প্রাইভেসি পলিসি আপডেট সংক্রান্ত যাবতীয় সমস্যা দ্রুত কাটিয়ে ওঠার উদ্যোগে হোয়াটসঅ্যাপ এখন একের পর এক নতুন আপডেট নিয়ে চলে আসছে। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।