Vi অর্থাৎ ভোডাফোন-আইডিয়ার অসাধারণ কিছু প্লান্স রয়েছে যেখানে আপনি 1.5 GB করে ইন্টারনেট পাবেন। আর এখানেই না থেমে এর মধ্যে থাকছে আরও অসংখ্য সুবিধা। অবশ্যই জেনে নিন। আর সুবিধা গুলি উপভোগ করুন।
Table of Contents
249 টাকার প্ল্যান
Vi-এ’র 249 টাকার প্যাকে পেয়ে যাবেন প্রত্যেকদিন 1.5GB করে ডেটা,100 টা করে এসএমএস। প্যাকটির ভ্যালিডিটি থাকবে 28 দিন। এছাড়া একটি আকর্ষণীয় অফার হল সোম থেকে শুক্র অব্যবহৃত যে ডেটা থাকবে সেটি প্রত্যেক সপ্তাহের শেষে এড হয়ে যাবে কোনরকম এক্সট্রা চার্জ ছাড়াই। সাথে থাকছে Vi Movie, News এবং Classic Unlimited মুভি দেখার সুযোগ। আরেকটি গুরুত্বপূর্ণ অফার হল Binge All Night অফার। রাত 12 টা থেকে সকাল 6টা পর্যন্ত, যার মাধ্যমে আনলিমিটেড stream, sharing করতে পারবেন এবং 5 জিবি এক্সট্রা ডেটা অ্যাপ্লিকেশন এর জন্য শুধুমাত্র।
399 টাকার প্ল্যান
Vi 399 টাকার প্যাকে আপনি পেয়ে যাবেন 1.5 GB করে ইন্টারনেট, 100 টা এসএমএস এবং আনলিমিটেড কল প্রত্যেকদিন। প্যাকটি ভ্যালিড থাকবে 56 দিন। এই প্যাকের অন্যান্য অফার গুলি হল Binge All Night +extra 5 জিবি ডেটা অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে। ভিআই মুভি, নিউজ এবং ক্লাসিক আনলিমিটেড মুভি দেখার সুযোগ এবং সোম থেকে শুক্র আপনার অব্যবহৃত যে ডেটা জমে যাবে, সেটি প্রত্যেক সপ্তাহের শেষে এড হয়ে যাবে validity প্যাকের সাথে এক্সট্রা চার্জ ছাড়াই।
555 টাকার প্ল্যান
Vi এর 555 টাকার প্যাকে আপনি পেয়ে যাবেন 1.5 GB করে ইন্টারনেট, 100 টা এসএমএস এবং আনলিমিটেড কল প্রত্যেকদিন। প্যাকএর ভ্যালিডিটি 77 দিন । এছাড়া রয়েছে Binge All Night + extra 5 gb এবং weekend data rollover ; Vi আনলিমিটেড মুভি, নিউজ।
জেনে নিন : WhatsApp এ এইভাবে Notes নিতে পারবেন, জেনে নিন পদ্ধতি
599 টাকার প্ল্যান
Vi 599 টাকার প্যাকেজ আপনি পেয়ে যাবেন 1.5 জিবি করে ইন্টারনেট,100 টা করে এসএমএস এবং আনলিমিটেড কল প্রতিদিন। প্যাকটি ভ্যালিড থাকবে 84 দিন। এই প্যাকের অন্যান্য অফার গুলি হল Binge All Night+extra 5 জিবি ডেটা অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে; ভিআই মুভি, নিউজ এবং ক্লাসিক আনলিমিটেড মুভি দেখার সুযোগ এবং সোম থেকে শুক্র আপনার অব্যবহৃত যে ডেটা জমে যাবে, সেটি প্রত্যেক সপ্তাহের শেষে এড হয়ে যাবে validity প্যাকের সাথে এক্সট্রা চার্জ ছাড়াই।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।