WhatsApp এ এইভাবে Notes নিতে পারবেন, জেনে নিন পদ্ধতি

how to take notes on whatsapp

হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসি আপডেট করার পর Telegram ও Signal এর মতো অ্যাপ্লিকেশনগুলোর সাথে মানুষের যোগাযোগ অনেক বেড়ে গেছে। কিন্তু কিছু কিছু ফিচার রয়েছে যেগুলো এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলিতে পাওয়া যায়না। Signal -এ এমন একটি বিশেষ ফিচার রয়েছে যার সাহায্যে খুব সহজে আপনি মেসেজ বা রিমাইন্ডার এই Signal App এর মধ্যেই নোট করে রাখতে পারবেন। যেটা খুবই সুবিধাজনক হয়। 

অথচ আপনি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে এই ফিচারটা পান না। আবার প্রয়োজনের তাগিদে আমরা সবাই হোয়াটসঅ্যাপ ছেড়েও যেতে পারি না। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে কিভাবে এই ফিচার ব্যবহার করতে পারবেন সেটাই আপনাদের শেখাবো আমরা আজকে। খুব সহজেই আপনি হোয়াটসঅ্যাপে Notes করে রাখতে পারবেন। এটা করার জন্য খুব সহজ-সরল দুটো পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে। 

প্রথমত, wa.me//91XXXXXXXXXX এই লাইনটি কপি করে নিন। আপনার স্মার্টফোনের ব্রাউজারে যান ও এটি পেস্ট করে নিন। 

  • – তারপর X লেখাগুলোর পরিবর্তে আপনার দশ ডিজিটের মোবাইল নাম্বার টাইপ করে দিন।
  • – তারপর এন্টার প্রেস বা OK করে দিন। 
  • – পরের পেজে আপনি দেখবেন Chat on WhatsApp with দিয়ে লেখা থাকবে আপনার নাম্বার। সেখানে CONTINUE TO CHAT অপশনে ক্লিক করে দিন।

তাহলেই আপনি নিজের সাথে নিজের চ্যাট করতে পারবেন। এইবার আপনার প্রয়োজনীয় নোটস থেকে শুরু করে কোন কিছু টেক্সট সেভ করে রাখার প্রয়োজন হলে এইখানে সেভ করে দিন। সেগুলি অন্য কারোর কাছে যাবে না আপনার নিজের কাছেই থাকবে। কারণ এখানে আপনি নিজের সাথে নিজেই চ্যাট করছেন। 

এই তো গেল প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় যে পদ্ধতির ব্যাপারে আপনাকে বলব সেটাও খুবই সহজ। 

তার জন্য আপনাকে প্রথমে একটি গ্রুপ ক্রিয়েট করতে হবে। আপনার কোনো এক ফ্রেন্ড কে সেই গ্রুপে রাখুন এড করুন। গ্রুপ ক্রিয়েট হয়ে গিয়ে সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার পর তাকে শুধুমাত্র সেই গ্রুপ থেকে রিমুভ করে দিন। 

জেনে নিন : Twitter লঞ্চ করে দিল Super Followers, এইভাবে টাকা ইনকাম করা যাবে Twitter থেকে

তাহলে এই গ্রুপে শুধুমাত্র আপনিই থাকবেন। আপনি যা মেসেজ পাঠাবেন বা আপনি যা কিছু সেভ করে রাখতে চাইবেন সমস্ত কিছু শুধু মাত্র আপনিই দেখতে পারবেন।  এই গ্রুপ কে আপনি আপনার Notes পোর্টাল হিসাবেও ব্যবহার করতে পারবেন। নিঃসন্দেহে এই ফিচার অনেক সময় আমাদের প্রয়োজনে লেগে থাকে। তাই আপনি যদি কখনো এইরকম এক ফিচারের প্রয়োজন অনুভব করেন এই পদ্ধতি ব্যবহার করতে ভুলবেন না।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।