আজ থেকে শুরু হচ্ছে অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট এর নতুন একটি সেল। এর নাম তারা দিয়েছে Super Saver Days। জেনে নেওয়া যাক এই সেল সম্পর্কে বিস্তারিত। কি কি অফার থাকবে? সেটাও জেনে নিতে ভুলবোনা আমরা।
দারুন সমস্ত অফার পেয়ে যাবেন ফ্লিপকার্টের নতুন সেলে। এখানে নিউট্রিশন প্রোডাক্ট থেকে শুরু করে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট- সমস্ত কিছুতেই থাকছে অফার। যেমন পাবেন মেকআপ এসেনসিয়ালস তেমনি আবার পেয়ে যাবেন বেবি কেয়ার প্রোডাক্ট অনেক কম টাকায়।
কোন কোন প্রোডাক্টে কি অফার পাবেন?
Nutrition and Health Care প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এটি 85% পর্যন্ত ডিস্কাউন্টে। পার্সোনাল কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি মিনিমাম 25% অফ। মেকআপ এসেনশিয়ালসে পেয়ে যাবেন 30-60% অফ। কিচেন এন্ড ডাইনিং এর দাম শুরু হচ্ছে 69 টাকা থেকে। ফ্যাশন এর প্রোডাক্ট পাবেন আপনি 199 টাকা থেকে। বেবি কেয়ার শুরু হচ্ছে মাত্র 99 টাকা থেকে।
শুধু মাত্র এখানেই শেষ নয়। সকাল 8টা থেকে দুপুর 12 টা পর্যন্ত Magic Hours শুরু হচ্ছে। এখানে Deals of the Day পাবেন। যেগুলি প্রত্যেক 24 ঘন্টায় রিনিউ হবে। একসাথে তিনটি প্রোডাক্ট কিনলে 5% পর্যন্ত অফ পাবেন। আর তার সাথে পাঁচটি প্রোডাক্ট কিনলে 10% অফ পেয়ে যাবেন। 1,499 টাকার প্রোডাক্ট শপিং করলে 150 টাকার অফ পেয়ে যাবেন।
জেনে নিন : Rapping ভালোবাসেন? Facebook নিয়ে এলো চমকপ্রদ App নাম BARS, জেনেনিন বিস্তারিত
আর তার সাথে আপনার কাছে যদি Axis Bank বা Kotak Bank এর ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে। অথবা যদি আপনি EMI ট্রানজেকশন করেন তাহলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
নিঃসন্দেহে এই অফার গুলো দারুন আপনার যদি কোন প্রোডাক্ট নেওয়ার থাকে অবশ্যই ফ্লিপকার্টের এই Suepr Saver Days এর সুযোগ নিন।
কতদিন চলবে এই সেল?
সেল চলবে আজ থেকে অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত।
আরও অসাধারন সব ডিলসের সন্ধান পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।