হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি আপডেট করার পর থেকে অনেক ইউজারই হোয়াটসঅ্যাপ ছেড়ে টেলিগ্রাম বা অন্যান্য অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছেন। এরই মধ্যে হোয়াটসঅ্যাপ সদ্য সদ্য অনেক আপডেট নিয়ে আসছে তাদের এই অ্যাপ্লিকেশনে। রিসেন্টলি আমরা দেখেছিলাম হোয়াটসঅ্যাপে Mute Video ফিচার্স রোল আউট করে দেওয়া হয়েছিল। তার সাথে অ্যানিমেটেড স্টিকার্স নিয়েও একটি আপডেট এসেছে। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই আরেকটি আপডেট আসতে চলেছে WhatsApp যেখানে আমরা পাবো আরও একটি ফিচার।
কি এই নতুন ফিচার?
WABetaInfo এর থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা জানতে পারছি এই নতুন ফিচারটির নাম Self-Destructing Photos। অর্থাৎ আপনার পাঠানো ফটো অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনি যদি এই ফিচারটি ব্যবহার করেন।
মাত্র কিছুদিন আগেই Disappearing Messages ফিচারটি আনা হয়েছিল। সেখানে আপনার সেট করে দেওয়া সময়ের পর মেসেজ ডিলিট হয়ে যেত। আর WABetaInfo এর মতে এই Self-Destructing Photos ফিচারটি ব্যবহার করে ফটো পাঠালে সেই ফটো আপনার স্মার্টফোনে এক্সপোর্টও করা যাবেনা। WhatsApp এখনও পর্যন্ত এর মধ্যে স্ক্রিনশট ডিটেকশন ফিচার আনেনি। তবে সেটাও আনা হতে পারে এই ফিচার ফাইনালি সকলের জন্য লঞ্চ করার আগে। তবে এই বিষয়ে WhatsApp এর তরফ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি এখনও।
Telegram অ্যাপ্লিকেশনের মধ্যে এই ফিচারটি ছিল অনেকদিন আগে থেকেই। এবার হোয়াটসঅ্যাপেও এই ফিচার সবার জন্য শীঘ্রই চলে আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, iOS এর WhatsApp Voice Notes এর ক্ষেত্রে Read Recipts এখন ডিজেবল করে দেওয়া যাবে। তবু এই সুবিধা এখনও এন্ড্রইড এর জন্য আনা হয়নি।
কেমন লাগছে WhatsApp এর এই সমস্ত নতুন আপডেট আপনার? সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook এও আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।