ফ্লিপকার্ট এর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। ইতিমধ্যেই ফ্লিপকার্ট এ শুরু হয়ে গেছে আরও এক বিশেষ অফার। এক সেল শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে আর এক সেল। সম্প্রতি ফ্লিপকার্ট নিয়ে এলো Grand Home Appliances Sale। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের LED স্মার্ট এন্ড্রয়েড টিভি। এখানে নানান স্মার্ট এন্ড্রয়েড টিভিতে আপনি অসাধারণ অফার পাবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন স্মার্ট এন্ড্রয়েড টিভিযে হিউজ ডিসকাউন্ট রয়েছে-
Table of Contents
Thomson 9A Series
এ স্মার্ট টিভিতে আপনি পেয়ে যাবেন 32 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। 24W স্পিকার আউটপুট, 60Hzরিফ্রেশ রেট, A+প্যানেল। এছাড়াও থাকছে আরও অসাধারন কিছু ফিচার। বর্তমানে এটির মূল্য 13,799 টাকা মাত্র।
Nokia 126 cm (50 inch) Ultra HD (4K) LED Smart Android TV with Sound by Onkyo এই স্মার্ট টিভিতে আপনি পেয়ে যাবেন Ultra HD 3840×2160 পিক্সেল,48W স্পিকার আউটপুট, 60 Hzরিফ্রেশ রেট, VA প্যানেল। বর্তমানে টিভিটির মূল্য 37,999 টাকা মাত্র।
Mi 4A PRO HD LED Smart Android TV
এই স্মার্টটিভিতে আপনি পেতে চলেছেন 80cm full HD ডিসপ্লে। 20 W স্পিকার আউটপুট, 60Hz রিফ্রেশ রেট। ফ্লিপকার্টে এই স্মার্ট টিভিটির মূল্য 14,499 টাকা মাত্র।
Realme HD Ready LED Smart Android TV
এই স্মার্টটিভিতে আপনি পেয়ে যাবেন 32 ইঞ্চি বিশিষ্ট ফুল এইচডি ডিসপ্লে। সাথে থাকছে 24 ওয়াট স্পিকার আউটপুট, 60Hz রিফ্রেশ রেট। বর্তমানে ফ্লিপকার্ট এর তরফ থেকে এর দাম রাখা হয়েছে 13,999 টাকা।
জেনে নিন : WhatsApp Web ব্যবহার কারীদের জন্য সুখবর, এবার WhatsApp-এ করা যাবে এই কাজ গুলি
Samsung 80 cm (32 inch) HD Ready LED Smart TV 2020 Edition
স্যামসাংয়ের এই স্মার্ট টিভিতে আপনি পেয়ে যাবেন 32 ইঞ্চি সম্পন্ন ফুল এইচডি ডিসপ্লে, সাথে থাকছে 20 ওয়াটের স্পিকার আউটপুট,TIZEN অপারেটিং সিস্টেম, 60Hz রিফ্রেশ রেট। এটির মূল্য 16,290 টাকা মাত্র।
এরই মধ্যে আপনার যদি একটি স্মার্ট টিভি নেবার প্রয়োজন হয়ে থাকে। তাহলে এই সেলটিতে অবশ্যই দেখেনিতে পারেন।
এছাড়াও কি কি সুবিধা পাবেন?
এছাড়াও আপনার কাছে যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এর সুবিধা পেয়ে যাবেন। তাহলে অবশ্যই এই সুযোগ মিস করবেন না।
কত দিন চলবে এই সেল?
এই সেল চলবে মার্চ মাসের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। তাই আর দেরি নয়। তাড়াতাড়ি করুন। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।