রিয়েলমি লঞ্চ করে দিয়েছে তাদের Narzo 30 সিরিজের দুটি স্মার্টফোন- Realme Narzo 30 Pro 5G এবং অপরটি Realme Narzo 30A। আজই শুরু হচ্ছে Realme Narzo 30A এর প্রথম সেল। চলুন দেখে নেওয়া যাক এর সেল অফার, সময় এবং কোথায় পাবেন সে সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত।
Realme Narzo 30A এর সেল শুরু হচ্ছে আজ দুপুর 12 টা থেকে এবং এই ফোনে আপনি কিনতে পারবেন Flipkart থেকে এবং তারই সাথে Realme অফিশিয়াল স্টোর থেকে।
Realme Narzo 30A অফার
Realme অফিশিয়াল স্টোর থেকে আপনি যদি এই স্মার্টফোনটিকে নেন তাহলে আপনি এর মধ্যে পেয়ে যাবেন My Magic Pin এর তরফ থেকে Magic Points। এগুলো কে আপনি পরবর্তীকালে রিডিম করতে পারবেন।
Flipkart এর মধ্যেও এই স্মার্টফোনে দারুন সমস্ত অফার পাবেন। আপনার কাছে যদি Axix ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে তাহলে Non-EMI ট্রানজেকশনে আপনি 500 টাকার অফ পেয়ে যাবেন।
জেনে নিন : WhatsApp Web ব্যবহার কারীদের জন্য সুখবর, এবার WhatsApp-এ করা যাবে এই কাজ গুলি
তারি সাথে Bank of Baroda-র মাস্টার কার্ড ডেবিট কার্ড যদি থাকে আপনার এবং আপনি যদি ফার্স্ট টাইম ট্রানজাকশন করেন তাহলে 10% অফ পেয়ে যাবেন। সাথে Flipkart এ আপনি No Cost EMI এর সুবিধা পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারও থাকছে এই স্মার্টফোনের।
Realme Narzo 30A এর স্পেসিফিকেশনস ও দাম
স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.51 ইঞ্চএর এইচডি প্লাস ডিসপ্লে। 13 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ক্যামেরা এবং তার সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। 6000mAh এর ব্যাটারি পাবেন। আর প্রসেসর হিসাবে থাকছে Mediatek Helio G85 প্রসেসর। দুটি ভ্যারিয়েন্টে এই স্মার্টফোন পাবেন- 3GB RAM ও 32GB স্টোরেজ এর সাথে এবং 4GB RAM ও 64GB স্টোরেজ এর সাথে। 3GB RAM ও 32GB স্টোরেজ এর দাম 8,999 টাকা এবং 4GB RAM ও 64GB স্টোরেজ এর দাম 9,999 টাকা।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।