আনন্দের খবর, Flipkart খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে বাংলা ভাষার সাপোর্ট

flipkart-will-soon-introduce-bengali-language-support

অনলাইনে কেনাকাটা করার জন্য Flipkart আমাদের মধ্যে অত্যন্ত রকমের জনপ্রিয়। আর এই এপ্লিকেশন প্রতিনিয়ত নানান ফিচার নিয়ে আসে তাদের ইউজারদের নানান সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। সদ্য সদ্য Flipkart ভয়েস সার্চ লঞ্চ করেছে। 

অত্যন্ত জনপ্রিয় এই ইকমার্স প্লাটফর্মে এবার মনে করা হচ্ছে আসতে চলেছে বাংলা ভাষার সাপোর্ট। শ্রেষ্ঠ টেক এর তরফ থেকে প্রথম আমরাই এই খবর জানাচ্ছি আপনাদের। বহুদিন ধরেই আমরা মনিটরিংয়ে রেখেছিলাম এই অ্যাপ্লিকেশনকে এবং আমরা এই অ্যাপ্লিকেশনের সমস্ত আপডেট সম্পর্কে আপনাদের আগেও জানিয়েছি। 

ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই আনন্দের খবরটি। ফ্লিপকার্টে ল্যাঙ্গুয়েজ সেকশনে গিয়ে যেখানে আপনি আপনার পছন্দের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কে বেছে নিতে পারেন সেখানে একদম নিচের দিকে দেওয়া রয়েছে বাংলা এবং ব্র্যাকেটে দেওয়া রয়েছে Coming Soon। অর্থাৎ খুব শীঘ্রই ‘মোদের গরব’ বাংলা ভাষাতেও ফ্লিপকার্ট এর সুবিধা উপভোগ করতে পারবো আমরা সবাই।

জেনে নিন : লঞ্চ হয়ে গেল নতুন Sony PCM-A10 Voice Recorder, থাকছে দারুন সব স্পেসিফিকেশন্স

এতদিন পর্যন্ত হিন্দি, ইংলিশ, মারাঠি, তামিল, তেলেগু ও কান্নাডা ভাষা ব্যবহার করে আমরা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন এর সুবিধা উপভোগ করতে পারতাম। এবার বাংলা ভাষাও যোগ হতে চলেছে তার সাথে। নিঃসন্দেহে খুবই সুবিধাজনক হবে এটা আমাদের সবার জন্য। তবে ঠিক কবে থেকে এই সুবিধা আমরা পাবো সেই বিষয়ে ফ্লিপকার্টের তরফ থেকে অফিশিয়ালি কিছুই জানা যায়নি। 

এরকমই এক্সক্লুসিভ সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।