Telegram ও WhatsApp-এর মিমের লড়াইয়ে হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ায়

টেকনোলজি কোম্পানিগুলো একে অপরের সাথে সোশ্যাল মিডিয়ায় লড়াই করছে এমন ঘটনা এর আগেও আমরা দেখেছি। এই ঘটনা আমরা প্রায়ই দেখতে পায়। কিন্তু সেই ঘটনা কেই আরও এক অন্য লেভেলে নিয়ে চলে গেল Telegram এবং WhatsApp-এর মিমের লড়াই।  

টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আমাদের কাছে সবারই অত্যন্ত পরিচিত নাম। এই দুটো মেসেজিং প্লাটফর্ম অত্যন্ত রকম জনপ্রিয় সকল ইউজারদের কাছে। এবং এই দুটো মেসেজিং প্ল্যাটফর্মেই ফিচারের কমতি নেই। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই দুটি মেসেজিং প্লাটফর্ম একে অপরকে ছাড়িয়ে যায়।

কিভাবে শুরু হয়েছে Telegram ও WhatsApp এর মিমের লড়াই? 

সদ্য সদ্য টেলিগ্রাম তাদের Twitter একাউন্টে একটা মিম পোস্ট করে। সেখানে কতগুলো Windows Recycle Bin এর ছবি রয়েছে। বিভিন্ন সালের হিসাবে সেগুলিকে আলাদা করা আছে। সবশেষে 2021 সালের রিসাইকেল বিনে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের লোগো দেওয়া রয়েছে। অর্থাৎ এই দুটোকে 2021 সালে সবাই রিসাইকেল বিনে ফেলে দিচ্ছে। ব্যবহার করা বন্ধ করছে আর ডিলিট করে দিচ্ছেন।

এইটা পোস্ট করা হয় তাদের তরফ থেকে। এখনো পর্যন্ত ছয় হাজার বার Repost করা হয়ে গেছে এই পোস্টকে। ইউজারদের তরফ থেকে 26 হাজারের ওপর লাইক রয়েছে এই পোস্টে। 

এমতাবস্থায় হোয়াটসঅ্যাপই পিছিয়ে থাকবে কেন! তারা Telegram কে Troll করে আরো এক মিম Telegram এর টুইটের Reply হিসাবে পোস্ট করেছে। তারা পোস্ট করেছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে এক ছেলে এক মেয়ে কে কানে কানে কিছু বলছে। সেখানে লেখা রয়েছে- 

Telegram admin: “…and what people dont know is we’re not end-to-end encrypted by default”

যার বাংলা মানে করলে হয়, “Telegram এডমিন : … আর লোকজন যেটা জানে না সেটা হল আমরা বাই ডিফল্ট end-to-end encrypted নই।” 

দেখেনিন তাদের করা টুইট গুলি-

প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে end-to-end encryption সাপোর্ট করলেও টেলিগ্রামে বাইডিফল্ট end-to-end encryption এনেবেল থাকেনা। তবে সিক্রেট চ্যাটে এই end-to-end encryption ফিচারটি আপনি পেয়ে যাবেন বাইডিফল্ট। অপরদিকে হোয়াটসঅ্যাপে বাইডিফল্ট আপনি end-to-end encryption এর সুবিধা পেয়ে যাবেন। সেইজন্যই হোয়াটসঅ্যাপের এই খোঁচা টেলিগ্রামকে। এবার WhatsApp এর এই মিমের কোনো জবাব Telegram দেয় কিনা সেটাই দেখার। 

জেনে নিন : ধামাকা অফার, এয়ারটেলের এই দুটি প্ল্যানেই পেয়ে যাবেন Life Insurance এর সুবিধা, জেনে নিন বিস্তারিত

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সদ্য সদ্য হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসী পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশন্স আপডেট করেছে। আর তার পর থেকেই ইউজারদের বিরূপ মনোভাবের সম্মুখীন হতে হয়েছে তাদের। সেই ঘটনা এখনও প্রবাহমান। যার ফলে অনেক ইউজারকেই হারাতে হয়েছিল হোয়াটসঅ্যাপ কে।

আর অপরদিকে এই সুযোগে টেলিগ্রামে অনেক ইউজার এসে জয়েন করেছিলেন। টেলিগ্রামের ইন্টারেস্টিং সমস্ত ফিচারস দেখে অনেকেরই একে ভালোও লেগেছে। কিছু ইউজার্স আবার Signal এর মতো সিকিউর App এও জয়েন করেছিলেন। সেই ঘটনা থেকেই এই মিমের লড়াইয়ের উৎপত্তি। আপনি টেলিগ্রাম ও WhatsApp এর মধ্যে কোনটি ব্যবহার করেন? কেমন লাগলো এই মিমের লড়াই আপনার?