এখনও পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আসতে চলেছে WhatsApp, চ্যাট Backup হবে আরও সিকিউর

whatsapp working on password protect cloud chat backup system

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে যে সমস্ত বার্তালাপ আমরা করতাম সেগুলো সবই ছিল end-to-end এনক্রিপটেড। কিন্তু এই এনক্রিপশন থাকা সত্বেও হোয়াটসঅ্যাপে চ্যাট কে যখন আমরা ব্যাকআপ করতাম Google Drive বা iCould Drive এ তার পরই সেই এনক্রিপশন আর বজায় থাকত না। ফলে সেগুলো অপেক্ষাকৃত কম সিকিউর হয়ে যেত। যার জন্য সেগুলো থেকে সমস্যা হওয়ার প্রবণতা থেকেই যেত। 

এবার মনে করা হচ্ছে এই পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে খুব দ্রুত। কারণ খুব শীঘ্রই এই ব্যাকআপের ক্ষেত্রে এনক্রিপশন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ এবং এই বিষয়ে যাবতীয় কার্যকলাপের শুরু করে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। WABetaInfo থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই খবর প্রকাশ করছি আমরা। 

WABetaInfo তরফ থেকে কিছু স্ক্রিনশট শেয়ার করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপের এই Backup Encryption ফিচার কেমন হতে চলেছে সেই বিষয়ে। সেই স্ক্রিনশটে স্পষ্টতই দেখতে পাচ্ছি Password Protect Backup অপশন রয়েছে। যেখানে এটা উল্লেখ করা রয়েছে যে আইক্লাউড ড্রাইভের আনঅথরাইজ একসেস বন্ধ করার জন্য এবার থেকে পাসওয়ার্ড প্রটেক্ট করে রাখতে পারবেন সাধারণ ইউজাররা।

সেখানে আপনার ফোন নাম্বার দিয়ে Password Protect Backup এনেবেল করতে বলা হচ্ছে। পাসওয়ার্ড WhatsApp এর কাছেও থাকছে না। এখানে আপনাকে আট ডিজিটের পাসওয়ার্ড চেঞ্জ করতে বলা হচ্ছে। পাসওয়ার্ড প্রটেক্ট করার পর যখন আপনি সেই চ্যাট ব্যাকআপ restore করবেন তখন এই পাসওয়ার্ড আপনাকে টাইপ করতে বলা হবে। এই পাসওয়ার্ড এর ফলে আপনার সমস্ত Back up এমন কি ফিউচার Back up ও এনক্রিপটেড হয়ে থাকবে।

কবে আসবে এই আপডেট এই বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়াল কোনরকম খবর পাওয়া যায়নি হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে। তবে হোয়াটসঅ্যাপ এই বিষয়ে প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তাই মনে করা হচ্ছে খুব বেশি দেরি হবে না এই ফিচার আমাদের মধ্যে রোল আউট করে দিতে।

জেনে নিন : এবার Apple নিয়ে আসতে চলেছে তাদের মিক্সড রিয়েলিটি হেডসেট, পেতে পারি Apple Contact Lens

মনে করা হচ্ছে Android এবং iOS দুটো প্ল্যাটফর্মের জন্যই এই সুন্দর ফিচারটি চলে আসবে দ্রুতই। এর আগেও আমরা দেখেছিলাম হোয়াটসঅ্যাপ তাদের Terms and Conditions ও Privacy Policy আপডেট করার পর অনেক ইউজার হোয়াটসঅ্যাপ ত্যাগ করে অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করা শুরু করেছিলেন। 

সেই পরিস্থিতি কাটিয়ে হোয়াটসঅ্যাপ এখন অনেকটাই ফিরে এসেছে। তারই মধ্যে নতুন নতুন আপডেট আসছে হোয়াটসঅ্যাপের ইউজার এক্সপেরিয়েন্স কে আরও সুন্দর করে তোলার জন্য। নিঃসন্দেহে এটা একটা দারুন ব্যাপার। এই সুবিধার রোল আউট করা হলে সকল ইউজারদের অনেক সাহায্য করবে এই নতুন ফিচার।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।