Paytm পেমেন্ট সার্ভিস প্রচন্ড রকমের জনপ্রিয় আমাদের দেশে। তারই মধ্যে এবার Paytm নতুন এক ঘোষণা করে দিল। আপনার স্মার্টফোনকেই POS ডিভাইস হিসাবেব্যবহার করা যাবে। অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিন হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার স্মার্টফোন কে। যার ফলে খুব সহজেই আপনার কাস্টমারদের থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট কালেক্ট করতে পারবেন আপনার স্মার্টফোনের সাহায্যেই। এমনই ঘোষণা করল পেটিএম।
নিঃসন্দেহে দারুন ঘোষণা, কিন্তু কিভাবে সম্ভব হবে এটা?
এটার জন্য অবশ্যই আপনার স্মার্টফোনকে NFC এনেবেল অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে হবে। এর ফলে সেটা POS মেশিন অর্থাৎ Point of Sale মেশিন হিসাবে ব্যবহার করা যাবে। আপনি যখন পেটিএম বিজনেস অ্যাপ ব্যবহার করবেন তখন এটা এক্টিভেট করে নিতে পারবেন। অ্যাক্টিভেট করে নেওয়ার পর বিভিন্ন ব্যাংকের কার্ড আপনার স্মার্টফোনের ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন সকল কাস্টমাররা।
শুধুমাত্র এখানেই থেমে নয় এটা সাপোর্ট করবে ভিসা, মাস্টার কার্ড ইত্যাদি মেজর কার্ড গুলিকে। কিন্তু সিঙ্গেল ট্রানজেকশন লিমিট থাকবে 5 হাজার টাকা। এর ফলে আলাদা করে আপনাকে আর POS মেশিন কিনতে হবেনা। কাজ মিটে যাবে আপনার NFC এনেবেলড স্মার্টফোনেই। এর ফলে সাধারণ POS মেশিন ব্যবহারকারীদের খরচও বাঁচবে।
ভারতের এই সমস্ত পেমেন্ট সার্ভিস গুলির মধ্যে কম্পিটিশন অত্যন্ত বেশি। এর আগেও আমরা দেখেছিলাম একটি টুইট কে কেন্দ্র করে কিভাবে GooglePay কে বিদ্রুপ করেছিল Paytm এর CEO বিজয় শেখর শর্মা। এই পরিস্থিতিতে Paytm এর এই উদ্যোগ নিঃস্বন্দেহে প্রশংসার দাবি রাখে। এর ফলে সাধারণ ব্যবসায়ী থেকে ছোট দোকানদার সকলেই উপকৃত হবেন।
নিঃস্বন্দেহে, পেটিএম ভারতে অত্যন্ত জনপ্রিয় পেমেন্ট সার্ভিস গুলোর মধ্যে অন্যতম এবং শুধুমাত্র গত মাসের হিসাব অনুযায়ী 1.2 বিলিয়ন ট্রানজাকশন করেছে পেটিএম। যেটা নিঃসন্দেহে এক বিশাল অ্যাচিভমেন্ট পেটিএম এর তরফ থেকে। তার সাথে এই সমস্ত সুবিধা গুলো নিয়ে আসছে তারা যেগুলো কাস্টমারের আরও উপকারে লাগবে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।