কিভাবে আপনার Facebook Account সুরক্ষিত রাখবেন? এই পদ্ধতি গুলি অবশ্যই খেয়াল রাখুন

how to keep your facebook account safe very important tips

বর্তমানে ফেসবুক সারা বিশ্বের জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে দিনের পর দিন বেড়ে চলেছে। বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন না এমন খুব কম ব্যক্তিই আছেন। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী 2.8 বিলিয়ন monthly অ্যাক্টিভ ইউজার ফেসবুক ব্যবহার করে চলেছেন। তাই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের পাশাপাশি এটি সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরী।

কীভাবে সুরক্ষিত রাখবেন Facebook Account?

  • Facebook Account বানানোর আগে আপনি সেখানে Password এর জায়গায় একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, যেমন উদাহরণ স্বরূপ বলা যেতে পারে (rTh0#6*Q1) অর্থাৎ mixture of letters, numbers, uppercase letters, lowercase letters, symbols etc। এর ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অনেকটাই সুরক্ষিত থাকবে।
  • বর্তমানে ফেসবুকে একটি দারুণ সুবিধা নিয়ে এসেছে সেটি হলো Profile Lock ফিচারস। অবশ্যই আপনার প্রোফাইল লক করে রাখুন, এর ফলে আপনার বন্ধুরা ছাড়া অন্য কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না।
  • ফেসবুকের সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে আরো বড় ভূমিকা পালন করে থাকে Two factor authentication। আপনি যদি একজন ফেসবুক ইউজার হন তাহলে অবশ্যই এই ফিচারটি ব্যবহার করুন, এর ফলে যদি অন্য কেউ আপনার অ্যাকাউন্ট লগ-ইন করতে চাই তাহলে আপনার কাছে একটি চার অঙ্কের OTP কোড আসবে। সেই কোড সঠিক ভাবে টাইপ করলেই তবে আপনার একাউন্ট খুলবে। ফলে অন্য কেউ আপনার একাউন্ট খুলতেই পারবেনা।
  • নিয়মিত আপনার Profile Activity চেক করুন। কোনরূপ সন্দেহ হলে অতিসত্বর আপনার একাউন্টে Log out from all Device করে দিন।
  • আপনার FB অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য নির্দিষ্ট সময় অন্তর আপনার Facebook Account Password পরিবর্তন করতে থাকুন। একটি কথা মাথায় রাখবেন কোনমতেই আপনার Facebook Account Password যেন অন্য কোনো ব্যক্তির সাথে আদান-প্রদান না হয়ে থাকে।
  • Facebook Account ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার email id এবং ফোন নম্বর যুক্ত করে রাখবেন। পরবর্তীকালে কোন সমস্যা হলে আপনি খুব সহজেই সেই ইমেইল আইডির মাধ্যমে আপনার একাউন্টে খুঁজে পেতে সুবিধা পাবেন।
  • এছাড়াও আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য সাইন-ইন নোটিফিকেশন অন করে রাখুন যার ফলে আপনার অ্যাকাউন্ট অন্য ডিভাইসে অ্যাক্টিভ হলেই আপনি অতিসত্বর বার্তা পেয়ে যাবেন।

জেনে নিন এয়ারটেলের এই প্ল্যান গুলিতে পেয়ে যাবেন প্রত্যেকদিন 2 GB করে ডেটা সাথে আরও ধামাকাদার বেনিফিটস, এখনি জেনে নিন

পরিশেষে বলা যায় মার্ক জুকারবাগ সৃষ্ট ফেসবুক বর্তমান সময়ে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকলের কাছে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। তাই সাবধান থাকুন। সঠিক ভাবে এই প্লাটফর্ম কে ব্যবহার করুন। আর এই টিপস গুলি অবশ্যই মেনে চলুন।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।