International Women’s Day উপলক্ষে গুগলের নতুন Doodle, এর বিশেষত্ব কি জেনে নিন বিস্তারিত ভাবে

google celebrates international womens day 2021 with a new doodle

আমরা জানি প্রায়ই Google বিশেষ ঘটনা বা বিশেষ দিন উপলক্ষে তাদের নিজস্ব Doodle নিয়ে আসে। তাদের হোমপেজে সেটাকে ফিচার করা হয়। আজ International Women’s Day উপলক্ষে Google নিয়ে চলে এলো তাদের এক নতুন ডুডল কে।  গুগল এর আজকের এই Doodle এর বিশেষত্ব কি, সমস্ত কিছু জেনে নেব আজকে এই আর্টিকেলে। 

ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে ডুডলার Helen Leroux তৈরি করেছেন আজকের এই ডুডলটি। গুগলের হোম পেজে গিয়ে আজকের ডুডলের উপর ক্লিক করলেই কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্লে হয়ে যায়। যেখানে বিশেষ বিশেষ কাজে পৃথিবীর প্রথম মহিলাদের সম্মানিত করা হয়েছে। এই বিষয়ে গুগলের এর তরফ থেকে বলা হচ্ছে গুগল ডুডলে যেমন প্রথম মহিলা এস্ট্রনট রয়েছেন, তেমনই দেখানো হয়েছে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট ক্লাইমব করেছেন তাকেও। 

এ বিষয়ে Helen Leroux কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যখন এই বিষয়ে তাকে এপ্রোচ করা হয় তিনি প্রথম থেকেই চেয়েছিলেন এমন একটা ডুডল তৈরি করতে যেখানে পৃথিবীর বিভিন্ন বিখ্যাত কাজগুলো যে সমস্ত মহিলারা করেছেন তাদের সবাইকে রিপ্রেজেন্ট করতে পারবেন। আর সেই চিন্তা থেকেই তিনি বিশ্বের প্রথম কিছু বিখ্যাত কাজ করেছেন এমন মহিলাদের বেছে নেন। সেখানে তাদের হাতের মাধ্যমে তারা যা কাজ করেছেন সেটা ফুটিয়ে তোলা হয়েছে। 

জেনে নিন : এয়ারটেলের এই প্ল্যান গুলিতে পেয়ে যাবেন প্রত্যেকদিন 2 GB করে ডেটা সাথে আরও ধামাকাদার বেনিফিটস, এখনি জেনে নিন

তিনি এটাও বলেন যে তিনি চান এই ডুডল দেখে সারা পৃথিবী জুড়েই মহিলারা যেন আরও অনুপ্রাণিত হন। তাদের জীবনে যা কিছু তারা করতে চান সেইটা করতে এবং তাদের অধিকার নিয়ে লড়াই করতে তিনি অনুপ্রানিত করতে চান সকলকে। এই বক্তব্য ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে চান তিনি এই নতুন গুগল ডুডল এর মাধ্যমে। তার সাথে যোগ করেন যে পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে অপরচুনিটির অভাব নেই। মহিলাদের অবশ্যই গর্বিত এবং ক্ষমতাশালী হওয়া উচিত তাদের প্যাশন কে ফলো করতে।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।