17 বছরে পদার্পণ করল Facebook, মার্ক জাকারবার্গ করলেন আবেগভরা পোস্ট

বর্তমানে ফেসবুক নিয়ে কাউকে বিস্তারিতভাবে বলার নেই। অধিকাংশ মানুষেরই এখন ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। সেই Facebook আজকে 17 বছরে পদার্পণ করল। ফেসবুকের ইউজার সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। তবে এর শুরু হয়েছিল 17 বছর আগেই। 

আজ থেকে 17 বছর আগে কয়েকজন হার্ভার্ড এর ছাত্রছাত্রী প্রথম ফেসবুকে জয়েন করেছিল। উদ্দেশ্য ছিল তাদের বন্ধুদের সাথে যোগাযোগ বজায় রাখা। সেই শুরু, এবং আজ এই স্পেশাল দিনে “আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কমিউনিটির অংশ হওয়ার জন্য” নিজের ফেসবুক একাউন্টে এই ভাবেই মার্ক জাকারবার্গ তার আবেগ ভরা পোস্ট শুরু করেছেন। শুধু এখানেই শেষ নয়, ধীরে ধীরে ফেসবুকের ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কেও সবাইকে অবহিত করেছেন তিনি সেই পোষ্টের মাধ্যমে। 

https://www.facebook.com/zuck/posts/10112754185441931

এই বিষয়ে ঠিক গুগল ডুডল এর মতই ফেসবুক একটি ওয়ার্ডমার্ক শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে দুজন একে অপরের সাথে যোগাযোগ করছে। এই ভাবেই ফেসবুকের গুরুত্ব কে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ওয়ার্ডমার্কের মধ্যে দিয়ে। 

দেখেনিন ফেসবুকের 17 বছর পূর্তি উপলক্ষে তৈরি ওয়ার্ডমার্কটি-

এ বিষয়ে কৌতুকের ছলে টুইট করে ফেসবুককে শুভেচ্ছা বার্তা জানাতে ভোলেনি রিলায়েন্স জিও। তারা টুইট করেছে “শুভ জন্মদিন তাকে যারা অনেক জন্মদিন মনে করিয়ে দিয়ে বন্ধুত্ব অটুট রেখেছে”।

দেখেনিন জিওর করা টুইটটি-

প্রসঙ্গত উল্লেখ্য, ফেসবুক গত বছরই বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করেছে রিলায়েন্স জিও তে। এবং রিলায়েন্স জিও আর ফেসবুক একসাথে বেশকিছু উদ্যোগে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ভারতবর্ষে।

জেনে নিন : রিয়েলমি লঞ্চ করে দিয়েছে Realme X7 ও Realme X7 Pro, জেনে নিন প্রাইস এবং স্পেসিফিকেশনস

আপনি ফেসবুকে যুক্ত রয়েছেন কত বছর হল? সমস্ত টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।