Airtel আপনাদের জন্য নিয়ে এসেছে এ রকমই একগুচ্ছ বার্ষিক প্ল্যান। একবার রিচার্জ করলেই বছরভর চিন্তা করতে হবেনা। সাথে থাকছে আরও নানান সুবিধা। দেখে নেওয়া যাক সেই Prepaid রিচার্জ প্ল্যান গুলি।
Airtel এর 1498 টাকার প্রিপেইড প্ল্যান
প্রথমেই আসি Airtel এর 1498 টাকার প্যাক টির সম্পর্কে। এই প্ল্যানে আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড ভয়েস কল, 24 জিবি ডেটা। মোট 3600 টি এসএমএস। প্যাক এর বৈধ্যতা সম্পূর্ণ 365 দিনের জন্য। রয়েছে আরও একাধিক সুবিধা। যেমন -আমাজন প্রাইম ভিডিও এডিশন ফ্রী ট্রায়াল 30 দিনের জন্য, এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ফ্রি 400 প্লাস লাইভ টিভি চ্যানেল, অসংখ্য সিনেমা, গান ইত্যাদি উপভোগ করা যাবে এখানে।
আপনার পছন্দমত হ্যালো টিউন সেট করার সুবিধাও পাবেন। থাকছে WYNK মিউজিক অ্যাপ এর সাহায্যে রিংটোন, ফ্রি মিউজিক, লাইভ কনসার্ট এবং পডকাস্ট প্রভৃতির সুবিধা। এছাড়া বর্তমান পরিস্থিতির জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ 24/7 Apollo Circle তিন মাসের জন্য নিখরচায়।
ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনলাইন কোর্সেস এর সুবিধা থাকছে এক বছরের জন্য Upskill and Shaw Academy এর মাধ্যমে। FasTag এর ক্ষেত্রে 100 টাকা ক্যাশব্যাক।
Airtel এর 2498 টাকার প্রিপেইড প্ল্যান
এবার দেখে নেয়া যাক এয়ারটেলের আরেকটি বার্ষিক প্যাক সম্পর্কে। সেটি হল Airtel এর 2498 টাকার প্রিপেইড প্ল্যান। এই আনলিমিটেড প্যাকে আপনি পেয়ে যাবেন 2 জিবি ডেটা প্রতিদিনের জন্য। তার সাথে আনলিমিটেড ভয়েস কল এবং 100 টা করে এসএমএস প্রতিদিন।
অন্যান্য যেসব সুবিধাগুলি রয়েছে দেখে নেওয়া যাক। পাবেন আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন 30 দিনের ফ্রি ট্রায়াল। এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ফ্রি 400 প্লাস লাইভ টিভি চ্যানেল, আনলিমিটেড মুভি, টেলিভিশন শো। Wynk ফ্রি মিউজিক, হ্যালো টিউনস, লাইভ কনসার্ট ইত্যাদির সুবিধা।
আগের প্যাকটির মতোই এই প্যাকেও রয়েছে অ্যাপেলো 24/7 সার্কেল , এতে তিন মাসের সুবিধা পাওয়া যাবে কোনো খরচ ছাড়াই। যা, বর্তমান পরিস্থিতিতে ভীষণ কার্যকরী। সাথে আছে Upskill and Shaw একাডেমিতে 1 বছরের free অনলাইন কোর্স আর Fas-tag-এ 100 টাকা ক্যাশ ব্যাক।
Airtel এর 2698 টাকার প্রিপেইড প্ল্যান
সবশেষে Airtel এর সবচেয়ে কস্টলি প্যাকটি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন। 2698 টাকার এই প্যাকে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, 2 জিবি করে ইন্টারনেট প্রত্যেক দিনের জন্য। প্যাকটির বৈধতা 365 দিন ।
এই প্যাক এর সবচেয়ে আকর্ষণীয় সুবিধা গুলি হল- ডিজনি প্লাস হটস্টার ভিআইপি দেখার সুযোগ পুরো এক বছরের জন্য। আর মাত্র 300 টাকা সাবসক্রিপশনে আপনি পেয়ে যাবেন লাইভ স্পোর্টস, মুভি, এক্সক্লাসিভ হটস্টার স্পেশাল। থাকছে আমাজন প্রাইম ভিডিও 30 দিনে ফ্রি ট্রায়াল। এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়ামে 400 প্লাস লাইভ টিভি চ্যানেল। অসংখ্য গান এবং টিভি শো।
জেনে নিন : ধামাকা অফার, এয়ারটেলের এই দুটি প্ল্যানেই পেয়ে যাবেন Life Insurance এর সুবিধা, জেনে নিন বিস্তারিত
এই প্যাকেও আপনার পছন্দমত হ্যালো টিউন করার এবং গান শোনার সুযোগ রয়েছে। উইনক ফ্রি মিউজিক অ্যাপ এর মাধ্যমে ।এছাড়া কোভিড পরিস্থিতির জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ 24/7 Apollo circle তিন মাসের জন্য বিনামূল্যে। বিশেষ অনলাইন কোর্সেস এর সুবিধা থাকছে এক বছরের জন্য Upskill and Shaw এর মাধ্যমে। আর অবশ্যই ফাস্ট ট্যাগ এর ক্ষেত্রে 100 টাকার ক্যাশব্যাক।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।